সংবিধান সংশোধনে গণভোটের অঙ্গীকার মাদুরোর

aইউরোপ ::ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নিজ দলের সমালোচনা বন্ধ এবং তাকে উৎখাতে বিরোধীদের প্রচেষ্টাকে নস্যাৎ করার জন্য সংবিধান সংস্কারে গণভোটের অঙ্গীকার করেছেন।

দেশটিতে দুই মাস ধরে চলা সরকার বিরোধী ভয়াবহ রক্তক্ষয়ী বিক্ষোভের পর বৃহস্পতিবার রাতে আকস্মিকভাবে ঘোষণাটি এল। খবর এএফপি’র।

শুক্রবার বিক্ষোভরত ছাত্ররা সরকারি টেলিভিশন চ্যানেল ভিটিভি’র সদরদপ্তরে ঢুকে পড়ে।
সেখানে তারা যোগাযোগমন্ত্রী আর্নেস্টো ভিলেগাসের বিরুদ্ধে অভিযোগ করে।

বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে, মাদুরো তার ক্ষমতা আঁকড়ে ধরতে সংবিধান সংস্কার করতে যাচ্ছেন।

এদিকে অ্যাটর্নী জেনারেল লুইসা ওর্তেগার মতো মাদুরোর প্রধান মিত্ররা তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। তারা একে ‘অগণতান্ত্রিক’ হিসেবে আখ্যায়িত করেছেন।

মাদুরোর ঘোষণার কয়েকঘন্টা আগে তার পরিকল্পনার বিরুদ্ধে ওর্তেগা আইনী চ্যালেঞ্জ জানান। আর প্রেসিডেন্ট তার পরিকল্পনার বিরোধীতাকারীদের ‘বিশ্বাসঘাতক’ হিসেবে অভিহিত করেন।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2qMoW4v

June 03, 2017 at 03:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top