নয়াদিল্লি, ২৭ জুনঃ মিড ডে মিল সহ সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির সুবিধা নেওয়ার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক সংক্রান্ত কেন্দ্রের বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট।
এদিন মামলার শুনানিতে অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা যারা পাচ্ছেন, তারা আধার কার্ড করার সময় পাচ্ছেন ৩০ জুনের পরিবর্তে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
বিচারপতি এএম খানউইলকার ও বিচারপতি নবীন সিনহার বেঞ্চ এদিন জানায়, আধার না থাকার কারণে বহু মানুষকে সামাজিক প্রকল্পগুলির সুবিধা থেকে সরকারের বঞ্চিত করার পিটিশনকারীদের যে সংশয়, তা কেবলমাত্র একটি অনুমান। আশঙ্কা নয়। তাই, অনুমানের এপর ভিত্তি করে কেন্দ্রের বিজ্ঞপ্তিতে কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া নিয়মবিরুদ্ধ।
উল্লেখ্য, ৯ জুন নির্দেশে সুপ্রিম কোর্ট প্যান কার্ড ও আয়কর জমার জন্য আধার বাধ্যতামূলক সংক্রান্ত আয়কর আইনের ধারা বহাল রেখেছিল। একইসঙ্গে গোপনীয়তার অধিকার সংক্রান্ত বিষয়টি সাংবিধানিক বেঞ্চে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আংশিক স্থগিতাদেশও দিয়েছিল শীর্ষ আদালত।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sNnn5E
June 27, 2017 at 10:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন