আইআরবি কমান্ডান্টকে কুপিয়ে মারল মোর্চা, কলকাতায় উন্নয়ন বোর্ডগুলিকে নিয়ে বৈঠক শুরু

দার্জিলিং ও কলকাতা, ১৭ জুনঃ  সিংমারিতে মোর্চার হামলায় প্রাণ হারালেন আইআরবি-র সেকেন্ড ব্যাটেলিয়নের কমান্ডান্ট কিরণ তামাং। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিংমারিতে মোর্চা সমর্থকরা পরপর পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছিল। সেই সময় কিরণ তামাং বাহিনী নিয়ে তাদের বাধা দেন। উন্মত্ত মোর্চা সমর্থকরা তার গলায় কুকরি চালিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে মোর্চার সহ সম্পাদক বিনয় তামাং দাবি করেছেন পুলিশের হামলায় তাদের দুই সমর্থকের মৃত্যু হয়েছে।

পাহাড়ের এই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই কলকাতায় নবান্নে এদিন দুপুরে পাহাড়ের উন্নয়ন পর্ষদগুলির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়েও পাহাড়ের পরিস্থিতি পর্যালোচনায় বসার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tyiQBs

June 17, 2017 at 03:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top