এজবাস্টন, ১৫ জুনঃ এজবাস্টনে আজ ভারতীয় সময় বিকেল তিনটেয় বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে নামছে টিম ইন্ডিয়া। মাশরাফি মোর্তাজার টিমের বিরুদ্ধে ধারেভারে অনেকটা এগিয়ে বিরাটের টিম। তবু বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না কোহলিরা। বিরাট নিজেই বলছেন, বাংলাদেশ কতটা বিপজ্জনক ক্রিকেট দুনিয়া এখন তা জেনে গিয়েছে। ওদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে আমাদের।
ভারত অধিনায়ক সাংবাদিক সম্মেলনে বলেছেন, গ্রুপ পর্বের ম্যাচের সঙ্গে নকআউট বা সেমিফাইনালকে গুলিয়ে ফেলবেন না। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, একদম ঠিক কথা বলেছেন বিরাট। এই গুলিয়ে ফেলার জন্যই পাকিস্তানের কাছে ডুবল ইংল্যান্ড। গ্রুপ ম্যাচে অল উইন রেকর্ড করেও সেমিফাইনাল ম্যাচে পাকিস্তানের সামনে দাঁড়াতেই পারল না। ইনিংসের এক বল বাকি থাকতেই মাত্র ২১১ রানে গুটিয়ে গেলেন ইয়ন মরগ্যানরা। আর বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে আনপ্রেডিক্টেবল দল পাকিস্তান দুই ওপেনার ফখর জামান আর আজহার আলির জোড়া অর্ধ শতরানে ভর করে আট উইকেট হাতে থাকতেই সেই রান তুলে নিল।
ভারতের বিরুদ্ধে বাংলাদেশ সবসময়ই ভালো খেলে। সেই হার্ডল টপকে বিরাটরা ফাইনালে পৌঁছলে তাদের অপেক্ষায় থাকবে পাকিস্তান। গ্রুপ ম্যাচে ভারতের কাছে লজ্জার হার তাদের কিন্তু অনেকটাই বদলে দিয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sd2aQI
June 15, 2017 at 09:53AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন