নয়া দিল্লী, ২০ জুন- বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা ক্যারিয়ারের শুরু থেকেই দেশের জন্য লড়ে যাচ্ছেন মন দিয়ে। বার বার অপারেশনের পরও যেভাবে দেশের কল্যাণে লড়ে যাচ্ছেন তা সত্যি অতুলনীয়। কিন্তু মাশরাফি কখনোই এসবে ভাবেন না। অনেকে তাকে বীর উপাধি দিলেও; তার কাছে সত্যিকারের বীর মুক্তিযোদ্ধারা। শ্রমিক কিংবা কৃষকরাও মাশরাফির কাছে বীর। যারা দেশের অর্থনীতিকে সচল রাখেন এবং সবুজ মাঠে সোনালি স্বপ্ন বুনেন। মাশরাফির এমন দেশপ্রেম মুগ্ধ করেছে দেশের সবাইকেই। তবে এই মুগ্ধতা দেশের সীমানা ছাড়িয়ে গেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর মাশরাফির এই দেশপ্রেমে অভিভূত। গেল শনিবার টুইটারে মাশরাফির একটি ছবি পোস্ট করেন তিনি। ছবির ক্যাপশনে লেখা ছিল মাশরাফির অসাধারণ এক উক্তি, শ্রমিকেরাই তারকা। তারা দেশ গড়েন। আমরা ক্রিকেট খেলে কী এমন গড়তে পেরেছি? ক্রিকেট মাঠে কি ধান বোনা হয়? যে শ্রমিকেরা ইটের পর ইট গেঁথে বিভিন্ন ভবন গড়ে তোলেন, কারখানায় কাজ করে উৎপাদনে সহযোগিতা করেন; তারাই সত্যিকারের তারকা। মাশরাফির এই অসাধারণ উক্তির প্রশংসা করে শশী থারুর টুইটবার্তায় লেখেন, ক্রিকেট নিয়ে বাংলাদেশের দার্শনিক-অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দারুণ একটা ভাবনা এটি। সত্যিকারের বীরদের অভিনন্দিত করুন। ক্রিকেট খেলাটা উপভোগ করুন। আর/১০:১৪/২০ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rMZX1e
June 21, 2017 at 04:32AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন