নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর আম্বরখানার এক ব্যবসায়ীকে অপহরণ করে তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার (১৭ জুন) সন্ধ্যায় আম্বরখানার একটি হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম রাজু বলে জানিয়েছে পুলিশ। রাজু নগরীর পুরাতন মেডিকেল এলাকার বাসিন্দা।
পুলিশ জানায় রাজু ও তার সহযোগীরা আম্বরখানার ব্যবসায়ী এনামুল হক সোহাগ (৩০) কে অপহরণ করে তার পরিবারের কাছ থেকে ২ লাখ ৯৮হাজার টাকা মুক্তিপণ আদায় করে। মুক্তিপণ আদায়ের পর, ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার সময় মহানগর গোয়েন্দা পুলিশ রাজুকে আটক করে । পরে তাকে সিলেট কোতোয়ালী থানায় সোর্পদ করে তারা।
কোতোয়ালী থানা ওসি গৌছুল হোসেন জানান, সিলেট নগরীর থেকে অপহরণকারী চক্রটির মধ্যে ১ জন আটক করে মহানগর গোয়ান্দা পুলিশ। পরে আমাদের কাছে হস্তান্তর করে। এ ব্যাপরে থানা একটি মামলা হয়েছে। যার নং (মামলা নং-হলো ২৬/২০১/১৭-০৬-১৭ইং) ।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2smC1As
June 20, 2017 at 10:52PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন