আধুনিকতার ছোঁয়া পেতে চলেছে রাজধানী-শতাব্দী এক্সপ্রেস

নয়াদিল্লি, ২৬ জুনঃ বিলাসী ট্রেনগুলির সঙ্গে পাল্লা দিতে এবার নতুন রূপে আসতে চলেছে রাজধানী ও শতাব্দী এক্সপ্রেস। চলতি বছরের অক্টোবর থেকে এই ট্রেনের পরিসেবা পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

যাত্রীদের সফরকে আরামদায়ক করে তুলতে রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসে বেশকিছু আধুনিক পরিসেবা যুক্ত করা হচ্ছে। জানা গিয়েছে, কেটারিং-এর জন্য ট্রলি সার্ভিস, সফর চলাকালীন অফুরন্ত বিনোদন ব্যবস্থা ছাড়াও সেখানে থাকছে পরিসেবা দানের জন্য ইউনিফর্ম পরা কর্মী। ১৫টি রাজধানী এবং ১৫টি শতাব্দী এক্সপ্রেসে ২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে রেলমন্ত্রক সূত্রে খবর।

স্বর্ণ প্রকল্পের আওতায় চলতি বছরের অক্টোব থেকে তিন মাসের অভিযান শুরু হবে। আধুনিক ধাঁচের এই ট্রেনটির কোচের অভ্যন্তরীণ সাজ ও পরিচ্ছন্নতা এবং শৌচালয়ের পরিচ্ছন্নতার উপর বিশেষ নজর রাখা হচ্ছে। শুধুমাত্র আরাম ও বিনোদনই নয়, এই প্রকল্পে ট্রেনের সুরক্ষার উপরও জোর দেওয়া হচ্ছে। বাড়ানো হচ্ছে কর্তব্যরত আরপিএফ-এর সংখ্যাও।

রেলমন্ত্রক সূত্রে খবর, মুম্বই, হাওড়া, পাটনা, রাঁচি ও ভুবনেশ্বর থেকে ১৫টি রাজধানী এক্সপ্রেস এই আধুনিক পরিসেবার জন্য নির্বাচিত হয়েছে। পাশাপাশি, হাওড়া-পুরী, দিল্লি-চণ্ডীগড়, দিল্লি-কানপুর, হাওড়া-রাঁচি, আনন্দবিহার-কাঠগোদাম রুটের ১৫টি শতাব্দী এক্সপ্রেস আধুনিক সাজে আসতে চলেছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tMfKLi

June 26, 2017 at 06:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top