নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লায় ভুয়া নারী ম্যাজিস্ট্রেটসহ ৪ প্রতারককে আটক করেছে পুলিশ। রোববার বেলা ১২টার দিকে জেলার বুড়িচং উপজেলার নিমসার বাজার থেকে বুড়িচং থানা পুলিশ তাদের আটক করে।
আটকরা হলেন, ভুয়া ম্যাজিস্ট্রেট মরিয়ম বেগম (৩২), ভুয়া ডিবি পরিদর্শক লিকন চন্দ্র ঘোষ (৩৪), ভুয়া সাংবাদিক ও পেশকার আবু ফয়েজ (২৯) ও গাড়িচালক শেখ ফরিদ (৩৫)। তাদের সকলের বাড়ি জেলার দাউদকান্দি উপজেলার মাইজপাড়া গ্রামে।
বুড়িচং থানার অধীন দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই নাসির বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই নাসির জানান, আটকরা নিজেদেরকে ম্যাজিস্ট্রেট ও ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে নিমসার বাজারে মোবাইল কোর্ট পরিচালনার নামে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করছিল। এসময় তাদের কথাবার্তা ও আচরণে সন্দেহ হওয়ায় স্থানীয়রা খবর দিলে তাদেরকে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।
এসময় পালিয়ে যায় সোহাগ ও ইকবাল নামের আরো দুই প্রতারক। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আটকরা নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে অপরাধ তথ্যচিত্র নামের পত্রিকার কার্ড প্রদর্শন করে।
এসময় তাদের নিকট থেকে আইডি কার্ড ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানিয়েছেন।
The post কুমিল্লায় ভুয়া নারী ম্যাজিস্ট্রেটসহ ৪ প্রতারক আটক appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2rF3hu3
June 04, 2017 at 03:56PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন