পথ দুর্ঘটনায় মৃত এক বনকর্মী

চালসা, ১১ জুনঃ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বনকর্মীর। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের চালসা-নাগরাকাটার ৩১ নম্বর জাতীয় সড়কের মহাবাড়ি সংলগ্ন এলাকায়। গুরুতর আহত হয় ৩জন। মৃত বনকর্মীর নাম গৌতম দে (৪৭)। তিনি খুনিয়া বিট অফিসের কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে গৌতমবাবু ও তাঁর স্ত্রী সহ আরও দু-জন একটি ছোটো গাড়ি করে চালসার দিকে যাচ্ছিলেন। সেইসময় উলটো দিক থেকে আসা অপর একটি ছোটো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন গৌতমবাবু ও তাঁর স্ত্রী সহ আরও দু-জন। গৌতমবাবু ও তাঁর স্ত্রীকে মালবাজার স্পেশালিটি হাসপাতাল ও বাকিদের মঙ্গলবাড়ি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে গুরুতর আহত অবস্থায় গৌতমবাবুকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনাগ্রস্ত ওই গাড়ি দুটিকে আটক করেছে মেটেলি থানার পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rk1GWE

June 11, 2017 at 11:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top