মশিউর রহমান সেলিম ● আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে কুমিল্লার ভারত সীমান্তের চোরা দরজাগুলো দিয়ে প্রকাশ্যে চোরাপথে আসা এ অঞ্চলের হাট-বাজার বিভিন্ন ভারতীয় পণ্যে সয়লাব হয়ে বেচাকেনায় প্রস্তুত দোকানীরা। এমনিতে জলবায়ু পরিবর্তনের কারনে বড় ধরনের ঝুঁকিতে রয়েছে এ অঞ্চল। ফলে এলাকায় অতিবর্ষন, জলাবদ্ধতা, খরা, তাপদাহ, ঘুর্নিঝড় লেগেই আছে। এ সুযোগে স্থানীয় চোরাচালানী চক্র হাট-বাজারগুলোতে ভারতীয় বিভিন্ন পন্যে সয়লাব করে তুলেছে। ফলে গ্রামীন সামগ্রীক অর্থনীতি চোরাচালান নির্ভর হয়ে মারাত্মক হুমকির মুখে।
এ অঞ্চলে চোরাচালানী তৎপরতায় দেশের ঐতিহ্যবাহী পূর্বাঞ্চলীয় জেলার দক্ষিনাঞ্চলের লাকসাম, সদর দক্ষিণ, বরুড়া, নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলাসহ রেলওয়ে জংশন অবৈধ চোরাচালান ব্যবসার ট্রানজিট রুট হিসাবে বর্তমানে সর্বকালের রেকর্ড অতিক্রম করে চলেছে। সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে ইবোলা, এইডস, প্ল্যাগ ও এ্যানথাস রোগসহ মারাত্মক বিভিন্ন জটিল রোগের বিস্তার ঘটেছে। জেলার বেশীর ভাগ সীমান্তএলাকা রয়েছে অরক্ষিত। অবৈধ পথে এপার-ওপারের চোরাচালানী চক্রের অবৈধ চলাচল এ অঞ্চলের মানুষের স্বাস্থ্য ঝুকি অনেকটা বাড়িয়ে দিয়েছে।
আগামীদিনে রাজনৈতিক পরিস্থিতি আরো কঠোর থেকে কঠোরতম হলে চোরাচালান ব্যবসার জোয়ারে কেউ কেউ জীবননাশী আগ্নেয়াস্ত্র ও মারনাস্ত্রসহ হরেক রকম মরনদানব পন্য আসার আশংকা করছেন। ফলে নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এ অঞ্চলের কয়েক লাখ মানুষ। মুক্ত বাজার অর্থনীতির নামে অবাদ চোরাচালান এ অঞ্চলবাসীর কাম্য নয়। লাকসাম রেলওয়ে জংশন দেশের পূর্বাঞ্চলীয় চোরাচালান ব্যবসার প্রধান আস্তানা ও নিরাপদ রুট। এ অঞ্চলে চোরাচালান প্রতিরোধে রেলওয়ে পূর্বাঞ্চলের পুলিশ প্রশাসন মাঝে মধ্যে ২/১টি নিস্পল অভিযান চালালেও নামে মাত্র কিছু মালামাল উদ্ধার ছাড়া জড়িত লোকজনকে রহস্যজনক কারনে গ্রেপ্তার করতে পারেনি। পূর্বাঞ্চলীয় রুট গুলো হচ্ছে কুমিল্লা হইতে সালদা নদী, ফেনীর পশুরাম, নোয়াখালী ও চাঁদপুর জেলার বিভিন্ন এলাকার সড়ক পথ, রেলপথ ও নৌপথ ছাড়াও বন্দর নগরী চট্রগ্রাম এখন চোরাচালান ব্যবসায় আলোচিত এক ভারতীয় পন্যের সাম্রাজ্যের নাম।
আনসারদের সাথে সহকর্মীদের ভাগ বাটোয়ারা নিয়ে আভ্যন্তরীন কোন্দল জমে উঠায় স্থানীয় নিরাপত্তা ও পুলিশ দপ্তরের অনেক অজানা তথ্য স্থানীয় সাংবাদিকদের কাছে চলে আসছে। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে জিআরপি ও নিরাপত্তা দপ্তরের প্রধান কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে সঠিক কোন জবাব পাওয়া যায়নি। রেলওয়ে নিরাপত্তারক্ষী সহ রেলওয়ে জিআরপি পুলিশ প্রশাসনের বিভিন্ন অপরাধ ও রেল বিভাগের আইন শৃঙখলা পরিস্থিতি অবনতিসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ড সম্পর্কে মুখ খুলতে তারা নারাজ।
The post লাকসাম জুড়ে ভারতীয় পন্যে সয়লাব প্রস্তুত দোকানীরা appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2s1SoUF
June 24, 2017 at 01:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন