জমি অধিগ্রহণকে কেন্দ্র করে উত্তেজনা, পুড়ল গাড়ি

মুম্বই, ২২ জুনঃ আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির জন্য জমি অধিগ্রহণকে কেন্দ্র করে বৃহস্পতিবার অগ্নিগর্ভ হয়ে উঠল মুম্বইয়ের শহরতলি এলাকা নেভালি। পুলিশের সঙ্গে কৃষকদের সংঘর্ষে পুড়ল সরকারি গাড়ি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নেভালির এয়ারবেসটি পরিত্যক্ত অবস্থাতেই পড়েছিল। সম্প্রতি সেখানে একটি আন্তর্জাতিক বিমানবন্দর গড়ে তোলার পরিকল্পনা করা হয়। এরজন্য জমি অধিগ্রহণের কথাও বলা হয় প্রশাসনের তরফে। এরপর থেকেই স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছিল। কিন্তু এদিন হঠাত্ই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যে সব কৃষকদের জমি অধিগ্রহণ করার কথা বলা হয়েছিল, তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। টিভি ফুটেজে দেখা গিয়েছে,  কয়েকশো কৃষক লাঠি হাতে স্থানীয় রাস্তা অবরোধ করেছেন, জ্বালিয়ে দেওয়া হয়েছে পুলিশের একটি গাড়ি। মহারাষ্ট্র পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে কৃষকদের সঙ্গে আহত হয়েছেন কয়েকজন পুলিশকর্মী।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rTzyz7

June 22, 2017 at 01:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top