ঢাকা, ২৪ জুন- জ্যেষ্ঠদের নিয়ে বিরূপ মন্তব্য করা ও যৌথ প্রতারণার ছবিতে কাজ করার অভিযোগে নিষিদ্ধ করা হয়েছে চিত্রনায়ক শাকিব খানকে। সেই সঙ্গে এফিডিসিতে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে তাকে। শুক্রবার বিকালে বিএফডিসিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৬টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোটের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এর আগে চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে চলচ্চিত্র ঐক্যজোটের জরুরি সভা অনুষ্ঠিত হয়। এ ঘটনাকে কেন্দ্র আলোচনায় চলে আসে শাকিব খানের একটি ভিডিও। গত ১৮ জুন রাজধানীর এক রেস্তোরাঁয় বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি আয়োজিত সংবাদ সম্মেলন থেকে ধারন করা হয় ভিডিওটি। শাকিব খানের বিরুদ্ধে চলচ্চিত্র ঐক্যজোটের সিদ্ধান্তের যারা বিরোধিতা করছেন, তারা সংবাদ মাধ্যমগুলোকে এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করেন। শাকিব খান এখন আছেন সেন্ট্রাল লন্ডনে। আগামী ২৬ জুন দেশে ফিরছেন তিনি। এসে সংবাদ সম্মেলন করবেন। আর/০৭:১৪/২৪ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2t4VpU7
June 24, 2017 at 02:18PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন