আসামীর আত্মহত্যা : ওসি সহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

সুরমা টাইমস ডেস্ক :: সিলেটের জৈন্তাপুর থানা হাজতে স্ত্রীর মামলায় গ্রেফতারকৃত আসামী নজরুল ইসলাম বাবুর আত্মহত্যার ঘটনায় ওই থানার ওসিসহ চার পুলিশের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার (০১ জুন) দুপুরে সিলেটের আমলী আদালত-১ এর বিচারক মো. আতিকুল হায়দারের আদালতে মামলাটি দায়ের করেন নিহতের মা রোকেয়া বেগম।
মামলায় প্রধান আসামী করা হয়েছে- জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিউল কবীর, থানার এসআই শফিকুর রহমান, এএসআই হুমায়ুন, এএসআই জয়নাল, কনস্টেবল আব্দুল হান্নানকেও আসামী করা হয়েছে।
এছাড়া মামলায় নিহত নজরুল ইসলাম বাবুর স্ত্রী উপজেলার উমনপুর এলাকার নাসরিন ফাতেমা, আব্দুল হান্নান, নোমান আহমদ, শাহরিয়ার মাহমুদ, নাজমূল হোসেন ও মইনুল ইসলামকেও আসামী করা হয়েছে।
মামলার বাদি পক্ষের আইনজীবী এডভোকেট মো. লালা জানান, থানা হেফাজতে নির্যাতন করে মৃত্যু নিবারণ আইন ২০১৩ ইং সনের ১৩/১ ও ১৩ (২) তৎসহ দন্ডবিধি আইনের ৩৬৪/৩০২/৩৪/ ও ২০১ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। তিনি জানান আদালত মামলাটি আমলে নিয়েছেন।
উলেখ্য, গত ১৯ মে গভির রাতে নিহত নজরুল ইসলাম বাবুর স্ত্রী স্কুল শিক্ষিকা নাসরিন ফাতেমার দায়ের করা মামলায় নজরুল ইসলাম বাবুকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ২০ মে সকালে থানা হাজতে নজরুলের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশ। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে থানার দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rZ4b5m

June 02, 2017 at 03:25AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top