ঢাকা, ৩০ জুন- চলচ্চিত্রে মৌসুমী-ওমর সানী জুটির বয়স ২৪ পেরিয়ে রজত জয়ন্তীতে পা রেখেছে। আর তাদের সংসার ২১ বছর পূর্ণ হয়েছে। এ দীর্ঘ যাত্রায় টক-ঝাল-মিষ্টি নানান ধরনের অভিজ্ঞতা রয়েছে তাদের। তবে মজার বিষয় হলো, প্রথম দেখাতেই ওমর সানীকে ফিরিয়ে দিয়েছিলেন মৌসুমী। তিনি জানান, ওমর সানি ও চাঁদের হাসি ছবির নির্মাতা বাসায় গিয়েছিলেন ছবির প্রস্তাব নিয়ে। তবে মৌসুমী সে সময় ছবিটি করতে অস্বীকৃতি জানান। মাছরাঙা টেলিভিশনের বিশেষ ঈদ আয়োজন কেমিস্ট্রিতে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছিলেন এই তারকা দম্পতি। অনুষ্ঠানে মৌসুমীর পাশে বসে বিস্ময়কর তথ্য জানালেন সানী। মৌসুমীর সাড়া জাগানো প্রথম ছবি কেয়ামত থেকে কেয়ামত এখনও নাকি দেখেননি তার স্বামী, চিত্রনায়ক ওমর সানী! মুক্তির পর যে ছবিটির বয়স ২৪ বছর পেরিয়ে গেছে। অথচ ছবিটি এখনও দেখবার সুযোগ করে উঠতে পারেননি তিনি। সানী বলেন, হিন্দি ছবিটি দেখেছিলাম আগেই। তাই কেন জানি বাংলাদেশের রিমেক ছবিটি দেখার আগ্রহ হয়নি কখনও! এদিকে মাঝে একবার মৌসুমী ঘোষণা দিয়ে চলচ্চিত্র ছেড়ে দিয়েছিলেন। সে প্রসঙ্গে মৌসুমী বলেন, সালমান শাহের সঙ্গে জুটি ভাঙ্গন, মান্নার সঙ্গে প্রেমের গুঞ্জন- এসব নিয়ে বিরক্ত হয়ে চলচ্চিত্র ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম তখন। মৌসুমী জানান, তাদের সংসারের এই দীর্ঘ যাত্রায় ওমর সানীর সঙ্গে বোঝাপড়া অনেক মজবুত। কারণ সানী বন্ধুর মতো একজন স্বামী। অনুষ্ঠানের সেটে মুনমুনের মুখোমুখি ওমর সানী ও মৌসুমীরুমানা মালিক মুনমুনের সঙ্গে দীর্ঘ এই আড্ডায় এখন পর্যন্ত তাদের সম্পর্কের প্রায় সব অজানা গল্পগুলো জানিয়েছেন জনপ্রিয় এই তারকা দম্পতি। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও এসএম হুমায়ূন কবীরের প্রযোজনায় কেমিস্ট্রি প্রচার হবে ২৯ জুন রাত ১০টা ৩০ মিনিটে, মাছরাঙা টেলিভিশনে। আর/১৭:১৪/৩০ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2s8HcS7
June 30, 2017 at 09:33PM
30 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top