জিটিএ-র সচিব পর্যায়ে রদবদল ঘটালেন নুখ্যমন্ত্রী

শিলিগুড়ি, ১৪ জুনঃ গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন(জিটিএ)-র প্রিন্সিপাল সেক্রেটারি বরুন রায়কে সাহায্য করার জন্য সচিব পর্যায়ে বড়ো রকমের রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  রাজ্যেপ পর্যটন উন্নয়নু নিগমের ম্যানেজিং ডিরেক্টর পদে থাকা সি মুরুগানকে করা হল ডিটিএ সচিব। এসজেডিএ-র মুখ্য কার্যনির্নবাহী আধিকারিক দিপা প্রিয়া পি-কে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সামলাতে হবে ডিটিএ-র একজিকিউটিভ ডিরেক্টরের পদ।

৫ জুন মিরিকে প্রকাশ্য সভায় দূর্নীতির প্রসঙ্গ টেনে রাজ্যের প্রশাসনিক প্রধান জিটিএ-র সচিব ছাড় পাবেন না বলে তোপ দেগেছিলেন। তার তিন দিনের মাতায় দার্জিলিংয়ে রাজ্য মন্ত্রীসভার বৈঠকের দিন তাঁর নির্দেশে সরিয়ে দেওয়া হয় জিটিএ-র প্রিন্সিপাল সেক্রেটারি পদে থাকা রবিইন্দর সিংকে। তাঁর জায়গায় নিয়ে আসা হয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি তথা জলপাইগুড়ির বিভাগীয় কমিশনার বরুণ রায়কে। এবার সরিয়ে দেওয়া হয়েছে জিটিএ-র সচিব ডনবসকো লেপচাকে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ssAdar

June 14, 2017 at 10:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top