মহাসড়কে পুলিশের উচ্ছেদ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক ● আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অতিরিক্তি যানবাহন চলাচল ও ঘরমুখি মানুষের সুবিধার্থে রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের উদ্যোগে অবৈধ্য দোকানপাট উচ্ছেদ ও ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান চালানো হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়েকর দু’পাশে অবৈধ্য দোকানপাট বসছে। ফলে প্রতিদিন মহাসড়কের এই অংশে যানজট লেগে থাকতো।

তাছাড়া বাজারটিকে ঘিরে বিপুল পরিমান ময়লা আবর্জনা মহাসড়কের দু’পাশে ফেলা হতো। এতে করে সড়কে চলাচলরত যাত্রীরা ভোগান্তির শিকার হতো। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীসহ সারা দেশ থেকে ঘরমুখি মানুষের চাপ বৃদ্ধি পাবে। ফলে নিমসার বাজার এলাকায় যানজটের ভয়াবহ আকার ধারণ করতে পারে এ আশংখ্যায় রোববার সকাল থেকে কুমিল্লা হাইওয়ে রিজিওন এর পুলিশ সুপার পরিতোষ ঘোষ এর নেতৃত্বে নিমসার বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

এসময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রহমত উল্লাহ, সহকারী পুলিশ সুপার সফিকুল ইসলাম, ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান, এস আই আবদুল সালাম, এস আই দেলোয়ার হোসেন, এ এস আই আক্তার হোসেনসহ পুলিশের বেশ কিছু সদস্য উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পুলিশ সুপার ফরিতোষ ঘোষ জানায়, ঈদে ঘরমুখি মানুষের চলাচলের স্বার্থে মহাসড়কের কুমিল্লার অংশে প্রায় ১শ’ত কিঃমিঃ রাস্তার দু’পাশে এ অভিযান চলবে। পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ এগিয়ে এসে এ কাজে সহযোগীতা করলে ঈদে মহাসড়কে কোন যানজট থাকবে না। এ অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

The post মহাসড়কে পুলিশের উচ্ছেদ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2s07iaR

June 11, 2017 at 10:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top