এক একজন গায়কের পারিশ্রমিক শুনলে চমকে উঠবেন। একটি গান গাইতে তাঁরা যা চার্জ নেন, তাতে রীতিমতো অবাক করার মতো। এ লেখায় তুলে ধরা হলো তাদের গানের পারিশ্রমিকের অংক। হানি সিং এই মুহূর্তে ভারতের সেরা র্যাপার। জনপ্রিয়তার শীর্ষে। একটি গান গাইতে কত পারিশ্রমিক জানেন? হানি সিং একটি গান গাইতে ১৫ লাখ রুপি নেন। অরিজিৎ সিং অসাধারণ গলার এই শিল্পীর গানে মজে না, এমন মানুষ নেই। আপনার প্রিয় এই গায়কের পারিশ্রমিকও নিছক কম নয়। একটি গান গাইতে অরিজিৎ সিং নেন ১৩ লাখ রুপি। সুনিধি চৌহান এশিয়ার ৫০ জন আবেদনময়ী নারীর তালিকায় রয়েছেন সুনিধি চৌহান। গানের গলাতেও দেশের গর্ব। সুনিধি একটি গান গাইতে ৯ লাখ রুপি পারিশ্রমিক নেন। শ্রেয়া ঘোষাল শ্রেয়া ঘোষালের গলার ভক্ত দেশজুড়ে। মিষ্টি গলার এই শিল্পী একটি গান গাইতে পারিশ্রমিক নেন ৭ লাখ রুপি। আতিফ আসলাম পাকিস্তানের নাগরিক হলেও সুরেলা গলায় তিনি দিল জিতে নিয়েছেন ভারতেরও। আতিফ আসলাম একটি গান গাইতে নেন ৮ লাখ রুপি।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rev0mq
June 11, 2017 at 09:52PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন