প্রস্তাবিত বাজেটের কারণে জনজীবন অস্থির হয়ে উঠেছে–এরশাদ।

সুরমা টাইমস ডেস্ক : প্রস্তাবিত বাজেটে করের কারণে জনজীবন অস্থির হয়ে উঠেছে বলে মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ প্রধানমন্ত্রী শেখ হসিনার রংপুরের পীরগঞ্জের আসনেও নির্বাচন করার ইঙ্গিত দিলেন তিনি।

আজ সকালে রংপুর পল্লী নিবাসে সাংবাদিকদের সাথে আলাপকালে এরশাদ বলেন, রংপুরের ছয়টি আসনসহ সারা দেশের ৩০০ আসনেই আমরা প্রার্থী ঠিক করেছি। এর মধ্যে ১০০ আসনে আমরা জয়ী হব। জয়ী হওয়ার মতো আমাদের আরো ৩০টি আসন আছে।

এ সময় বাজেট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, এই বাজেট হওয়া উচিত ছিল নির্বাচনী বাজেট। কিন্তু তা না করে এমন করের বোঝা চাপিয়ে দিলো সরকার, মানুষের জান-প্রাণ অস্থির হয়ে গেছে। কেউ এই বাজেট গ্রহণ করতে পারেনি। এই বাজেটে কেউ খুশি নয়। কৃষক খুশি নয়, চাকরিজীবী খুশি নয়, ব্যবসায়ী খুশি নয়, রিকশাওয়ালা খুশি নয়, ঠেলাগাড়িওয়ালা খুশি নয়। কেউ খুশি নয়।

এ সময় হুসেইন মুহম্মদ এরশাদের সাথে উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সেক্রেটারি এস এম ইয়াসির, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাফিউল ইসলাম শাফীসহ দলীয় নেতাকর্মীরা।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2sTUWku

June 12, 2017 at 07:31PM
12 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top