নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর আম্বরখানা পুলিশ ফাঁড়ির অদূরেই স্বামী-স্ত্রী ছিনতাইয়ের শিকার হয়েছেন। অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইকারীরা তাদের দুই লাখ টাকা নিয়ে গেছে। গতকাল বুধবার দুপুরে মজুমদারি সংলগ্ন বড়বাজার গলির মুখে এ ঘটনাটি ঘটে।
ছিনতাইয়ের শিকার জিয়া উদ্দিন আম্বরখানা বড়বাজার গুয়াইপাড়া এলাকার মল্লিকা ৫২ নং বাসার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আম্বরখানা জনতা ব্যাংক থেকে স্ত্রীকে নিয়ে দুই লাখ টাকা তুলে রিকশা যোগে বাসায় ফিরছিলেন জিয়া উদ্দিন ও তার স্ত্রী। বড়বাজার গলির মুখে আসামাত্রই একটি মোটরসাকেল যোগে তিনজন ছিনতাইকারী তাদের বহনকারী রিকশার গতিরোধ করে।
এসময় ছিনতাইকারীরা জিয়া উদ্দিনের স্ত্রীর মাথায় অস্ত্র ঠেকিয়ে দুই লাখ টাকা রক্ষিত ব্যানেটি ব্যাগ নিয়ে যায়। সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছে। ছিনতাইকারীদেরকে গ্রেফতার করার জন্য পুলিশ তৎপর রয়েছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2sXKj3l
June 22, 2017 at 07:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.