লন্ডন, ১০ জুন- নিউজিল্যান্ডের বিপক্ষে অবিস্মরণীয় জয়ের পুরস্কার পেল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে টপকে ফের আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের ছয়ে উঠে এলো বাংলাদেশ। শুক্রবার কার্ডিফে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলার স্বপ্ন টিকিয়ে রাখল মাশরাফির দল। গত বৃহস্পতিবার ওভালে ভারতকে হারিয়ে ৯৪ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের ছয় নম্বরে জায়গা করে নিয়েছিল শ্রীলঙ্কা। বাংলাদেশের পয়েন্ট তখন ছিল ৯২। নিউজিল্যান্ডকে হারিয়ে তিন পয়েন্ট পাওয়ায় ৯৫ পয়েন্ট নিয়ে এখন লঙ্কানদের টপকে ছয় নম্বরে জায়গা করে নিল বাংলাদেশ। গত মাসের শেষের দিকে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে নিউজিল্যান্ডকে হারানোর পর র্যাঙ্কিংয়ের ছয়ে উঠেছিল বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে সাতে নেমে যায় টাইগাররা। সেই নিউজিল্যান্ডের বিপক্ষেই আরেকটি জয় বাংলাদেশকে ছয় নম্বরে তুলে দিল। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিং: ১. দক্ষিণ আফ্রিকা (১২০) ২. অস্ট্রেলিয়া (১১৮) ৩. ভারত (১১৬) ৪. ইংল্যান্ড (১১৩) ৫. নিউজিল্যান্ড (১১১) ৬. বাংলাদেশ (৯৫) ৭. শ্রীলঙ্কা (৯৪) ৮. পাকিস্তান (৯০) ৯. ওয়েস্ট ইন্ডিজ (৭৯) ১০. আফগানিস্তান (৫২) ১১. জিম্বাবুয়ে (৪৬)



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2t6gNVf
June 11, 2017 at 01:49AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top