চোলাই মদের বিরুদ্ধে পথ অবরোধ মহিলাদের

তুফানগঞ্জ, ১৫ জুনঃ চোলাই মদ বিক্রির বিরুদ্ধে রুখে দাঁড়ালেন মহিলারা। বৃহস্পতিবার তুফানগঞ্জ ১ ব্লকের ধলপল ১ গ্রাম পঞ্চায়েতের চিকলিগুড়ি রাজ্য সড়ক অবরোধ করলেন স্থানীয় মহিলারা। এদিন এই এলাকার ২টি বাড়িতে তল্লাশিও চালায় পুলিশ। সেখান থেকে মদের কিছু খালি বোতলও উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় কাউকেই আটক করা যায়নি।

বেশ কিছুদিন ধরেই চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালাবে বলে ঠিক করেন ধলপল ১ গ্রাম পঞ্চায়েতের চন্ডীরহাট বাজার এলাকার মহিলারা। অভিযোগ, এলাকায় বেশ কয়েকটি বাড়িতে দেশি, চোলাই ও বিলেতি মদ বিক্রি হয়। সঙ্গে বসত জুয়ার আসর ও মহিলাদের ওপর তাদের গৃহকর্তার অকথ্য ভাযায় গালিগালাজ ও অত্যাচার। বিক্রি হয়ে যেত জমিজমা ঘরবাড়ি। বারবার তাদের বাধা দেওয়া সত্ত্বেও কোনো কাজ হয়নি। উপরন্তু মিলেছে ধর্ষণের হুমকি। এরপরই মহিলারা একত্রিত হয়ে মঙ্গলবার মদ বিক্রেতাদের বাড়িতে চড়াও হন। মদের ঠেকে ভাঙচুর চালান তারা। কিন্তু তারপর একদিনেই একলাফে অনেকটাই মদ বিক্রি বেড়ে যায়। বুধবার সারাদিন চলে খোলাখুলিভাবে গোটা এলাকায় মদ বিক্রি। এই ঘটনার প্রতিবাদ জানাতে মহিলারা পথ অবরোধের সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার সকাল প্রায় ১১ টা থেকে পথ অবরোধ শুরু করেন তারা। প্রায় দেড় ঘণ্টা পর পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ। অভিযোগকারী মহিলাদের সঙ্গে আলোচনায় বসে। এরপর পথ অবরোধ তুলে নেওয়া হয়। পুলিশের তরফে এলাকায় নিয়মিতভাবে পুলিশি টহল চলবে বলে আশ্বাস মিলেছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2t5sjkm

June 15, 2017 at 06:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top