মুম্বাই, ১৪ জুন- গ্রুপ পর্ব শেষে চূড়ান্ত হয়ে গেছে চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের লাইনআপ। এখন অপেক্ষা কেবল জমজমাট দুটি সেমিফাইনালের। ক্রিকেট উন্মাদনায় পুরো বিশ্ব যখন বুঁদ তখন তাতে যোগ দিলেন ভারতের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনও। সেমিফাইনালের চার দল নিয়ে রসিকতা করে সম্প্রতি টুইট করেন তিনি। মঙ্গলবার চার রঙের পোশাক পরে নিজের একই ছবিকে তিনি চারবার আলাদাভাবে সংযুক্ত করে তাতে লিখেন, ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ১৭, ৪ সেমিফাইনালিস্ট, ৩টি একই দেশ থেকে, যারা একসময় চতুর্থ সেমিফাইনালিস্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল এখন কে নিয়ন্ত্রণ করবে? উল্লেখ্য, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির চার সেমিফাইনালিস্ট বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইংল্যান্ড ভৌগলিক ও রাজনৈতিক ইতিহাসে আষ্টেপৃষ্ঠে জড়িত। ১৯৪৭ সালের আগ পর্যন্ত দীর্ঘ সময় উপমহাদেশ শাসন করেছে ব্রিটিশ তথা ইংলিশরা। এরপর ইংলিশদের দেশ থেকে হটিয়ে তৎকালীন বাংলা ভারত ও পাকিস্তানে বিভক্ত হয় যা পরবর্তীকালে গৌরবময় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম দেয়। টুইটের মাধ্যমে অমিতাভ বচ্চন সেটিই তুলে ধরতে চেয়েছেন।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rul6bJ
June 14, 2017 at 06:59PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন