জিটিএ নির্বাচনের জন্য মিথ্যে কথা বলছে মোর্চা, দাবি মুখ্যমন্ত্রীর

মিরিক, ৫ জুনঃ ‘পাহাড়ে বাংলা ভাষা শেখা বাধ্যতামূলক নয়। আমি কখনোই এমন নির্দেশিকা দিয়নি। ওরা মিথ্যে বলছে। জিটিএ নির্বাচনের জন্য মিথ্যে ইশ্যু তৈরি করছে।’ সোমবার মিরিকের জনসভায় দাঁড়িয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরসভা ভোটে জয়ের পর এদিনই প্রথম মিরিকে জনসভা করেন মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকে মিরিকের উন্নয়নে ১০০ কোটি টাকারও বেশি বরাদ্দের কথা ঘোষণা করার পাশাপাশি নির্বাচনি প্রতিশ্রুতি মেনেই ৩৬ জনের হাতে পাট্টা তুলে দেন তিনি।

এদিন শুরু থেকেই মুখ্যমন্ত্রী রীতিমতো চ্যালেঞ্জ করেছেন মোর্চাকে। বারবার বলেছেন, ‘ওরা বাঙালি-নেপালি বিভেদ ছড়াচ্ছে। এটা করতে দেব না।’ জিটিএ-র কাজে প্রচুর অসংগতির ইঙ্গিত দিয়ে স্পেশাল অডিট করা হবে বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

এদিন মিরিক লেকের সংস্কারের জন্য ১০ কোটি টাকা, রাস্তার জন্য ১২ কোটি, আলোর জন্য ১০ কোটি, নিকাশি ব্যবস্থার জন্য ১০ কোটি, পানীয় জল সরবরাহ প্রকল্পের জন্য ৫৭ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বারবার তিনি বলেছেন মিরিককে ঢেলে সাজিয়ে দেবেন। কিন্তু পাহাড়ের অন্য জায়গায় তো তাঁর হাতে ক্ষমতা নেই। তাই একমাস পরে জিটিএ-র মেয়াদ শেষ হলে পাহাড়ের মানুষ যেন আগামী জিটিএ নির্বাচনে তাঁকে সুযোগ দেন। পাহাড়ের রাজনৈতিক মহল বলছে, মুখ্যমন্ত্রী জিটিএ নির্বাচনের যুদ্ধের দামামাটা বাজিয়ে দিলেন মিরিক থেকেই।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rt2vjs

June 05, 2017 at 08:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top