বিকল ক্লোজ সার্কিট ক্যামেরা সচলের উদ্যোগ নিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক:নগরীর নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে পুলিশী পাহারার সাথে সাথে বিকল হওয়া সবকটি ক্লোজ সার্কিট ক্যামেরা সারানোর উদ্যোগ নিয়েছে কোতোয়ালী থানা পুলিশ। শুক্রবার সকাল থেকেই দুটি টিমে বিভক্ত হয়ে কাজ শুরু করেছে ক্যামেরা সারানোর দায়িত্ব পাওয়া গ্লোবাল ট্রেড কর্পোরেশন।

কিছুদিন আগে সিলেট সিটি কর্পোরেশন নগরীতে ঝুলে থাকা অবৈধ তার কাটার উদ্যোগ নেয়। অপটিক্যাল ফাইবারের সাথে সিসি ক্যামেরার সংযোগ থাকার কারনে ওই সব ঝুলে থাকা তারের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় ক্যামেরার সংযোগও। তাই ঈদকে সামনে রেখে তরিঘরি করে এসব ক্যামেরার সংযোগ আবার স্থাপন করা হচ্ছে।

ঈদের বাড়তি চাপ থাকায় ছুটির দিনে ক্যামেরার সংযোগ দেওয়ার কাজ শুরু হয়। সবকটি ক্যামেরার সংযোগ ঠিক না হওয়া পর্যন্ত চলবে এই কাজ। ক্যামেরা সারানোর কাজে কর্মরত একজন জীবন ঋষি বলেন, আমাদের দুটি টিম আজ কাজ শুরু করেছেন। আজকের দিনের মধ্যে আমরা নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, মধুবনের সামনে, নাইওরপুল পার্কের সামনের ক্যামেরাগুলো ঠিক করেছি। আজকে সুরমা টাওয়ারের ওইখানের ক্লোজ সার্কিট ক্যামেরাটিও ঠিক করা হবে। সবগুলো ক্যামেরা ঠিক না হওয়া পর্যন্ত আমাদের কাজ চলবে। ঈদের ছুটির আগেই আমরা এগুলো সারিয়ে নিবো।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. গৌছুল হোসেন সুরমা টাইমসকে বলেন আমাদের মনিটরে কয়েকটি জায়গার ফুটেজ দেখা যাচ্ছিল না। তাই নগরীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ১৭টি ক্যামেরা ঠিক করানোর জন্য উদ্যোগ নিয়েছি,আশা করছি এক দুুই দিনের মধ্যেই কাজ শেষহয়ে যাবে।।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rzCnoN

June 16, 2017 at 10:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top