ব্রাসিলিয়া, ১৯ জুন- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো না লিওনেল মেসি, কে সেরা! শেষ দশ বছর ধরেই এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে ফুটবলমহলে৷কিন্তু এই মুহূর্তে সিআর সেভেনকেই বিশ্বের এক নম্বর ফুটবলার বাছলেন পেলে৷কিংবদন্তি ব্রাজিলিয়ানের চোখে রোনাল্ডোই সেরা স্কোরার ও ফরোয়ার্ড৷ একটি সাক্ষাৎকারে তিনবারের বিশ্বকাপ জয়ী ফুটবলার ভূয়সী প্রশংসা করেছেন রিয়াল মাদ্রিদের মহাতারকার৷রোনাল্ডো শেষ দুমরশুম অসাধারণ ফর্মে রয়েছেন৷দেশকে ইউরো কাপ দেওয়ার পাশাপাশি রিয়াল মাদ্রিদকে পরপর দুবার চ্যাম্পিয়ন্স লিগ দিয়েছেন৷পাঁচ বছর পর স্যান্টিয়াগো বার্নাব্যুতে নিয়ে এসেছেন লা লিগা৷রোনাল্ডোকে নিয়ে পেলে বলছেন, এতে কোনও সন্দেহ নেই যে, আজ রোনাল্ডোই সেরা খেলোয়াড়, স্কোরার ও ফরোয়ার্ড৷আমি ওকে অন্যন্ত শ্রদ্ধা করি৷আমাকে জাতীয় দল করতে বলা হলে প্রথমেই ওকে নিতাম৷ও অনেকটা উঠে এসে খেলে৷অনেক বেশি সেন্ট্রাল৷স্কোর করার জন্য মুখিয়ে থাকে৷সবচেয়ে বড় ব্যাপার ও খেলার ভাগ্য গড়ে দেয় গোল করে৷রোনাল্ডোর সঙ্গে আমাদের তুলনা করা যাবে না৷আমরা অনেকটা পিছিয়ে খেলতাম, ভিতর থেকে৷ও এগিয়ে খেলে৷ব্রাজিলিয়ান রোনাল্ডোর সঙ্গে ওর তুলনা চলতে পারে৷ ৭৬ বছরের পেলে রোনাল্ডোর প্রশংসা করছেন ঠিকই৷কিন্তু তাঁর আক্ষেপ একটা জায়গাতেই৷পেলে বলছেন, জর্জ বেস্ট, ববি মুর, জাইরজিনহো, ববি চার্লটন, পেলে, জিকো, বেকেনবাওয়ার, ক্রুয়েফ, জিদান, মারাদোনার পর অবশ্যই এখন রোনাল্ডো-মেসি৷কিন্তু শেষ পাঁচ বছরে শুধু রোনাল্ডো আর মেসির নামই শোনা যাচ্ছে৷কিন্তু আমাদের সময় অনেকের স্টার ফুটবলার ছিল৷এটা ফুটবলের জন্য খারাপ দিক৷



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sJFsmd
June 20, 2017 at 12:27AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top