ঢাকা, ১৯ জুন- বাছাইপর্ব উৎরাতে না পারায় নারী বিশ্বকাপের মূল পর্বে জায়গা হয়নি রুমানা আকতার-সালমা খাতুনদের। তারপরও বিশ্বকাপে বাংলাদেশের উপস্থিতি আছে। সেখানে ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ২৪ জুন ইংল্যান্ডেই শুরু হতে যাচ্ছে নারীদের বিশ্বকাপ ক্রিকেট। টুর্নামেন্টকে সামনে রেখে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে সুযোগ হয়েছে সৈকতের। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের আসরে নারী আম্পায়ার থাকবে মোট চারজন। এই চারজন হলেন হলেন নিউজিল্যান্ডের ক্যাথি ক্রস, ইংল্যান্ডের সু রেডফার্ন, অস্ট্রেলিয়ার ক্লারি পলোসাক ও ওয়েস্ট ইন্ডিজের জ্যাকুলিন উইলিয়ামস। আইসিসির কোনো আসরে এটাই সর্বোচ্চ সংখ্যক নারী আম্পায়ার থাকার রেকর্ড হতে যাচ্ছে। পুরুষ আম্পায়ার নেওয়া হয়েছে মোট নয়জন। সৈকত ছাড়াও দায়িত্বে থাকবেন গ্রেগরি ব্রাফেট, ক্রিস ব্রন, অনিল চৌধুরী, শন জর্জ, আদ্রিয়ান হোল্ডস্টোক, এহসান রাজা, ল্যাংটন রুসারি ও পল উইলসন। টুর্নামেন্টে ম্যাচ রেফারি থাকবেন তিনজন। এর মধ্যে আইসিসির এলিট প্যানেল থেকে আছেন রিচি রিচার্ডসন। আঞ্চলিক রেফারি প্যানেল থেকে আছেন স্টিভ বার্নার্ড ও ডেভিড জুকস। নারীদের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও স্বাগতিক ইংল্যান্ড। বাংলাদেশি আম্পায়ার সৈকত এখন পর্যন্ত ৩০টি ওয়ানডে ও ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। এ আর/১৪:১৮/১৯ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tE0Ndn
June 19, 2017 at 08:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top