সুরমা টাইমস ডেস্ক : ১৭ জুন শনিবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের বলেন, তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘নির্বাচন নয়, খালেদা জিয়ার উদ্দেশ্য হলো যেকোনো উপায়ে ক্ষমতায় আসা। এ ছাড়া নির্বাচন আসলেই তা বানচাল করার অপচেষ্টায় উনি ঘোট পাকাতে শুরু করেন।’ এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুর রহমান, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘কেউ যদি নির্বাচনে না আসেন তবে নির্বাচন করা সম্ভব হবে না-এ কথা অগণতান্ত্রিক। নির্বাচন নিয়ে সহায়ক সরকারের নামে আসলে বিএনপি জামায়াত সাহায্যকারী সরকার তৈরির প্রস্তাব দিচ্ছে। বাংলাদেশে নির্বাচনের সময় কাউকে সাহায্য করার সরকার আর গঠিত হবে না।’
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি এবং বেগম খালেদা জিয়া যদি মনে করেন, বিএনপির অংশগ্রহণ হলে নির্বাচন হালাল হবে, আর অংশগ্রহণ না হলে নির্বাচন বানচাল হয়ে যাবে, অতীত বলছে তা হয় না। এটা একটা ফাঁকা হুমকি।’ ‘নির্বাচন হালালের সার্টিফিকেট প্রদানের এখতিয়ার বিএনপি বা খালেদা জিয়ার নেই। সুতরাং নির্বাচন করলে- করেন। আর না করলে নির্বাচনকে জিম্মি করার দিন আর নেই। যথা সময়েই নির্বাচন হবে’ বলেন জাসদ একাংশের সভাপতি ইনু।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2te14E9
June 18, 2017 at 12:29AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন