নিজস্ব প্রতিবেদক ● আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক-পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার যানজট হয়নি। ধীর গতিতে যানবাহন চলেছে। দুর্ভোগ কম হয়েছে। ভোগান্তিও সহনীয় মাত্রায় ছিল। যাত্রা স্বস্তি দায়ক হয়েছে। শুধুমাত্র এবার যতো দুর্ভোগ আর যানজট শুধু বিএনপির প্রেস ব্রিফিংয়ে আছে। বাস্তবে নাই। রাস্তায় নাই।
তিনি আজ রোববার বিকালে কুমিল্লার পদুয়ার বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পরিদর্শন কালে এ সাংবাদিকদেও এসব কথা কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ঈদের পর বিএনপি যদি রাজনৈতিকভাবে আন্দালন করে, নিয়মতান্ত্রিকভাবে, তাহলে আওয়ামীলীগও তা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। আর তারা যদি আন্দোলনকে সংহিংস রূপ দিতে চায়, তাহলে পরিস্থিতিই বলে দেবে প্রশাসন কখন কি ব্যবস্থা নিবে।
মহাসড়কে মন্ত্রী বিভিন্ন যানবাহনে যাত্রীদের ঈদ যাত্রার খোঁজ খবর নেন।
The post দুর্ভোগ আর যানজট শুধু বিএনপির প্রেস ব্রিফিংয়ে —ওবায়দুল কাদের appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2t9QfpQ
June 25, 2017 at 07:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.