ফ্লোরিডায় পাঁচজনকে গুলি করে হত্যা, বন্দুকধারীর আত্মহত্যা

যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোয় ব্যবসা প্রতিষ্ঠানের সদরদপ্তরগুলোতে গুলির ঘটনায় ৫ জন নিহত হয়েছে। এরপর ওই বন্দুকদারীও আত্মহত্যা করেছেন। সোমবার অরল্যান্ডোতে প্রধান বাণিজ্যিক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ বলছে, এই হামলার সঙ্গে সন্ত্রাসবাদের যোগসূত্র নেই।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, অরল্যান্ডোতে ফিয়াম্মা ইনকরপোরেশন নামের একটি প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। ওই প্রতিষ্ঠানের সাবেক একজন কর্মী গুলি করে পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা করেন। সম্ভবত কোনো কারণে নিজের সাবেক কর্মস্থল নিয়ে ক্ষুব্ধ ছিলেন তিনি।

স্থানীয় অরেঞ্জ কাউন্টির শেরিফের কার্যালয় সূত্র বলছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেলি অ্যাডামস নামে এক নারী হামলার ঘটনা সম্পর্কে সাংবাদিকদের বলেন, ঘটনাটি তিনি তাঁর বোনের কাছ থেকে শুনেছেন। তাঁর বোন ফিয়াম্মাতে কাজ করেন। তাঁর বোন শৌচাগারে ছিলেন, সেখান থেকে একটি শব্দ শুনে বের হয়ে আসেন। এসে দেখেন একজন মাটিতে পড়ে আছে। তিনি বলেন, ‘আমি দেখেছি, আমার বস মারা গেছে।’



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rYNwPt

June 06, 2017 at 11:08AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top