কলকাতা, ২৪ জুন- বিশ্বের ৬৩টি দেশকে পেছনে ফেলে সেরার শিরোপা অর্জন করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারর কন্যাশ্রী প্রকল্প ৫৫২ টি নাগরিক পরিষেবার মধ্যে শ্রেষ্ঠ সমগ্র বিশ্বে। এই প্রকল্প এবং এই প্রকল্পের জন্য রাষ্ট্রসংঘের সম্মানকে কটাক্ষ করলেন লেখিকা তসলিমা নাসরিন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী চালু হয়েছিল ২০১৩ সালে। রাজ্য সরকারের সবথেকে জনপ্রিয় এই প্রকল্পটি কন্যা সন্তানদের লেখাপড়ায় উৎসাহিত করতে চালু হয়৷ কন্যাশ্রীর জন্য ইউনিসেফ আগেই রাজ্যকে পুরস্কৃত করে৷ এরপর ফের সেরার শিরোপা রাজ্যের মুকুটে৷ কিন্তু, রাজ্যে মহিলাদের সার্বিক উন্নতি কিছুই হয়নি। এখন অনেক পিছিয়ে রয়েছে রাজ্যের সব স্তরের মহিলারা। এমনই মনে করেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। শুক্রবার রাতের দিকে নেদারল্যান্ডের দ্য হেগ শহরে রাষ্ট্রসংঘের তরফ থেকে পুরষ্কার দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাংলার প্রশাসনিক প্রধানের এই সাফল্যে আলোড়ন উঠেছে সারা দেশ জুড়ে। এই নিয়ে শনিবার সকালে ফেসবুকের ওয়ালে নিজের মন্তব্য প্রকাশ করেছেন তসলিমা নাসরিন। আর/১৭:১৪/২৪ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rNiTsJ
June 24, 2017 at 11:44PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন