বেজিং, ২৬ জুনঃ ভারত এবং চিনের পররাষ্ট্র মন্ত্রকের মধ্যে আলোচনা চলছে একথা বলে সিকিমের নাথু লা পাস দিয়ে কৈলাশের মান সরোবরে তার্থযাত্রীদের ওপর দেওয়া স্থগিতাদেশের পেছনে কোনো কারণ দর্শাতে সোমবার অস্বীকার করল চিন।
চলতি মাসের শুরুতেই বিদেশসচিব সুষমা স্বরাজের উদ্যোগে বার্ষিক তীর্থযাত্রা শুরু হয়েছিল। ভারতের পেশ করা রিপোর্ট অনুযায়ী, চিনের স্থগিতাদেশের পর তীর্থযাত্রীদের গ্যাংটকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে।
বিদেশ মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, ‘নাথু লা দিয়ে কৈলাশের মানসরোবরে যাওয়ার সময় তীর্থযাত্রীদের কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। এই ব্যাপারটি চিনের সঙ্গে আলোচনা হয়েছে।’
বেজিংয়ে বিদেশ সচিবের মুখপাত্র গেং শুয়াং জানিয়েছেন, ‘দু দেশের বিদেশ মন্ত্রক বিষয়টি নিয়ে আলোচনা করছে।’
অন্তত ৫০ জন তীর্থযাত্রীদের ৭টি ব্যাচ নাথু লা পাস দিয়ে তিব্বতের কৈলাশ পর্বতে যাবেন।
দ্বিতীয় রুটে ৬০ জন তীর্থযাত্রীদের ১৮টি ব্যাচ লিপুলেখ হয়ে সবচেয়ে লম্বা রুট দিয়ে কৈলাশে যাবেন।
নাথুলা পাস রুট জুন ২০১৫ সালে খুলেছিল।
চিনের দিকে নতুন রুটের দেখাশোনা করে তিব্বত অটোনমাস রিজিয়ন গভর্নমেন্ট। ২০১৫ থেকেই তীর্থযাত্রীরা বাসের মাধ্যমে এই রুটে যাতায়াতের সুবিধা পেয়েছেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sIMpCV
June 26, 2017 at 07:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন