লেবাননে ঈদ উপলক্ষ্যে প্রবাসীদের প্রীতি ফুটবল ম্যাচ

বিজিত দলের অধিনায়ক সজলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন কাউসার আলম জনি।

বিজিত দলের অধিনায়ক সজলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন কাউসার আলম জনি।

বাবু সাহা, লেবাননঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে লেবাননের আইন আল রোমানীতে নটরডেম ডেস ফেরেস কলেজ মাঠে বিকাল ৬.০০ ঘটিকায় এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে ব্রাহ্মণবাড়ীয়া টাইগার একাদশ।প্রতিদ্বন্দিতা পূর্ণ ম্যাচে ব্রাহ্মণবাড়ীয়া টাইগার একাদশ বিজয় লাভ করে।

খেলায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক কাউসার আলম জনি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক রুবেল আহম্মেদ।পুরস্কার পর্ব পরিচালনায় ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ   সোহেল মিয়া।

খেলার প্রথমার্ধে কুমিল্লা মাসুদ একাদশ ১ গোলে এগিয়ে যায়।দ্বিতীয়ার্ধের খেলার অতিরিক্ত সময়ে ব্রাহ্মণবাড়ীয়া টাইগার একাদশ গোল করে খেলায় সমতা আনে।পরে খেলা ট্রাইবেকারে গড়ালে ব্রাহ্মণবাড়ীয়া টাইগার একাদশ ৩-২ গোলে কুমিল্লা মাসুদ একাদশের বিরুদ্ধে জয় লাভ করে।

পরে বিজিত দলের অধিনায়ক সজলের হাতে প্রথম পুরস্কার ৪০ইঞ্চি এলইডি টেলিভিশন তুলে দেন প্রধান অতিথি কাউসার আলম জনি ও পরাজিত দলের অধিনায়ক মাসুদের হাতে দ্বিতীয় পুরস্কার ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন তুলে দেন বিশেষ অতিথি রুবেল আহম্মেদ।

মাঠে রেফারির দায়িত্ব পালন করেন মোঃ জসিম।ঈদের দিনে খেলার আয়োজন করায় মাঠে প্রচুর প্রবাসী বাংলাদেশীদের সমাগম ছিল।প্রীতি ফুটবল ম্যাচের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কাউসার আলম জনি।



from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2sdMCiZ

June 28, 2017 at 12:45AM
28 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top