সুরমা টাইমস ডেস্ক :
১৪৪ ধারা ভঙ্গ করার অভিযোগে ভারতের কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার দেশটির মধ্যপ্রদেশ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস।
খবরে বলা হয়, মধ্যপ্রদেশের মান্দসৌর জেলায় গত মঙ্গলবার স্থানীয় কৃষকরা তাদের ঋণ মওকুফ ও ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ করেন। এ সময় পুলিশের ছোড়া গুলিতে পাঁচ কৃষক নিহত হন। এ ঘটনায় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে। বৃহস্পতিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে গলে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ তুলে তাকে গ্রেফতার করে পুলিশ।
অবশ্য নিহতদের পরিবারে সঙ্গে দেখা করার ঘোষণা রাহুল আগেই জানিয়েছিলেন এক টুইট বার্তার মাধ্যমে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rbjCHS
June 10, 2017 at 07:11AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন