লন্ডন, ১৯ জুন- প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তুললো পাকিস্তান। ইংল্যান্ডের ওভালে চিরপ্রতিদ্বন্দ্বি ভারতে ১৮০ রানে হারিয়ে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি অষ্ঠম আসরে শিরোপা নিজেদের করে নিল সরফরাজের দল। এদিন পাকিস্তানের করা ৪ উইকেটে ৩৩৮ রানের জবাবে ৩০.৩ ওভার খেলে মাত্র ১৫৮ রানে গুটিয়ে যায় ভারত । এটা কেবল চিরপ্রতিদ্বন্দ্বি ভারতকে হারিয়ে দেওয়াই নয়, সেইসাথে দুর্দান্ত একটি বিশ্বরেকর্ডও গড়ে ফেলেছে পাকিস্তান। আইসিসির কোনো আসরের ফাইনালে কোনো দলই এত বড় ব্যবধানে জয় পায়নি। এর আগে ২০০৩ সালে অস্ট্রেলিয়া-ভারত ম্যাচের ব্যবধানটি ছিল সবচেয়ে বড়। আর তাই পুরো পাকিস্তান জুড়েই মিছিলের পাশাপাশি মিষ্টি বিতরণ করেছে সমর্থকরা। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকে শেষ পর্যন্ত দলে টেনে তোলার জন্য প্রশংসায় ভাসছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। মূলত তার সুন্দর অধিনায়কত্বের গুণে আট নম্বর দল হিসাবে খেলতে আসা পাকিস্তানের হাতে উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। চলুন এবার কথা বলি অন্য প্রসঙ্গে, আপনি জানেন কি বিশ্বের একমাত্র কোরআনে হাফেজ অধিনায়ক সরফরাজ আহমেদ? সরফরাজ বাদেও পাকিস্তানের আরো ২ জন হাফেজ ক্রিকেটার রয়েছে। তারা হল সাদ নাসিম ও রাজা হাসান। প্রসঙ্গত, গতকাল ভারতের বিপক্ষে জয়ের পর পাকিস্তানি ক্রিকেটারদের মাঠে সিজদা দিতে দেখা গেছে। শুধু ম্যাচটিতে নয়। বড় কোন জয়ে সিজদা লুটিয়ে পড়ে আল্লাহকে শুকরিয়া জানান তারা। বিশেষ করে মুসলমান হওয়ার কারণেই আল্লাহর কাছে শুকরিয়া জানান সরফরাজরা। আর/১০:১৪/১৯ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rNNUMi
June 20, 2017 at 05:39AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top