লন্ডন, ২৪ জুন- লন্ডনে শেষ হলো আইসিসির বার্ষিক সভা। যেখানে ক্রিকেট নিয়ে একাধিক প্রস্তাব এসেছে। ওইসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে ওডিআই লিগ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের সভা পর্যন্ত। যে পাঁচ সিদ্ধান্ত সবার নজর কাড়বে- ১.আম্পায়ার লাল কার্ড দেখিয়ে যেকোনো ক্রিকেটারকে মাঠে থেকে বের করে দিতে পারবেন। ২. চাইলেই ইচ্ছেমত বড় মাপের ব্যাট ব্যবহার করা যাবে না। ৩ টেস্টে ৮০ ওভারের পর রিভিউ টপআপ হবে না। ৪.আম্পায়ার্স কল হলে রিভিউ নষ্ট হবে না। ৫. রান আউটের বেলায় একবার ক্রিজে ঢুকে গেলে, স্টাম্প পরার সময় ব্যাট উপরে থাকলেও নট আউট। এদিকে টেস্টে খুলছে সম্ভাবনার দ্বার। অপশন সি নামের একটি পরিকল্পনা বাস্তবায়িত হলে আন্তর্জাতিক ক্রিকেটের এখনকার ধরনটা বদলে যাবে। দ্বিপক্ষীয় সিরিজের পরিবর্তে ক্রিকেটে লিগভিত্তিক খেলা হবে। সেক্ষেত্রে বাংলাদেশের মতো দলকে আমন্ত্রণ জানাতে বাধ্য হবে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দলগুলো।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tZYsJV
June 25, 2017 at 01:12AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top