সৌদি সফরে গেলেন তুর্কীর প্রধানমন্ত্রী

b0abb_3d737e8000_long

ঢাকা: সৌদি আরবসহ কয়েকটি আরব দেশের সঙ্গে কাতারের মারাত্মক কূটনৈতিক টানাপড়েনের মাঝে রিয়াদ সফরে গেছেন তুরস্কের প্রধানমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকর পরিস্থিতি শান্ত করার লক্ষ্য নিয়ে তিনি এ সফরে বের হয়েছেন।

চাভুসওগ্লুকে বহনকারী বিমানটি শুক্রবার বন্দরনগরী জেদ্দায় পৌঁছায়। নজিরবিহীন এ সংকট সমাধানের জন্য সৌদি সফরের সময় তিনি রাজা সালমান বিন আবদুল আজিজের সঙ্গে বৈঠক করবেন। সৌদি পৌঁছার আগে গতকাল কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন চাভুসওগ্লু। চলমান সংকট নিরসনের জন্য কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহেমেদ আল-জাবের আস-সাবাহ ‘ঝড়োগতির কূটনৈতিক’ উদ্যোগ নিয়েছেন। তবে এখনো পর্যন্ত কোনো সফলতার খবর আসে নি।

মধ্যপ্রাচ্য সংকট নিরসনে সৌদি সফরের আগে বুধবার তুর্কি প্রধানমন্ত্রী কাতারও সফর করেছেন। সেখানে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানির সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান।



from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2rBVWga

June 17, 2017 at 04:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top