নয়াদিল্লি, ১১ জুনঃ ৬৬টি দ্রব্যের উপর চাপানো করে সংশোধন আনল জিএসটি পর্ষদ। আজ জিএসটি-র ১৬তম বৈঠকে অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, ‘১৩৩টি দ্রব্যের মধ্যে থেকে ৬৬টি দ্রব্যে করের হার কমেছে। এর মধ্যে বেশিরভাগই শিল্পের আওতায়। ইনসুলিন, স্কুল ব্যাগ, প্রিন্টার, ধূপকাঠির পাশাপাশি সিনেমার টিকিটের উপরও কর কমেছে।’
অর্থমন্ত্রী জানিয়েছেন, ইনসুলিন ও ধূপকাঠির উপর করের হার ৫ শতাংশ কমেছে। স্কুল ব্যাগের উপর থেকে কর কমেছে ২৮ শতাংশ। কম্পিউটারের প্রিন্টারের উপর করের হার ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। এছাড়াও ১০০ টাকার নীচের সিনেমার টিকিটের উপর কর কমছে ১৮ শতাংশ। তবে টিকিটের দাম ১০০ টাকার বেশি হলে কর ২৮ শতাংশ বাড়বে।
পাশাপাশি, খাদ্যদ্রব্যের উপর থেকেও করের হার কমেছে। আচার, মোরব্বা, সস, ইন্সট্যান্স ফুডের মতো বেশকিছু খাদ্যদ্রব্যের উপর করের হার ১৮ শতাংশ থেকে কমে ১২ শতাংশ হয়েছে। কাজুবাদামের উপর করের হার ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হয়েছে।
জেটলি আরও জানিয়েছেন, যে সমস্ত ব্যবসায়ী এবং রেস্তোরাঁর মালিকের বাণিজ্যিক লেনদেনের পরিমাণ ৭৫ লক্ষ টাকা, তারা কম্পোজিশন স্কিমে যোগ দিতে পারে এবং ১, ২ এবং ৫ শতাংশ হারে কর দিতে পারবেন। আগামী ১৮ জুন জিএসটি পর্ষদের পরবর্তী বৈঠক হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rP6irn
June 11, 2017 at 09:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন