সিলেট ও চট্টগ্রামে ভারি বর্ষণ ও ভূমিধসের সম্ভাবনা ।

সুরমা টাইমস ডেস্ক:
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় শুক্রবার বিকেল ৫টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সেই সাথে পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম,ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যত্র মাঝারি অবস্থায় বিরাজ করছে।

প্রসঙ্গত, নিম্নচাপের প্রভাবে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সোম ও মঙ্গলবার চট্টগ্রাম বিভাগে পাহাড় ধসের ঘটনা ঘটে। পাহাড় ধসের ঘটনার পর শুক্রবার সকাল পর্যন্ত রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারে ১৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে শুধু রাঙামটিতেই উদ্ধার হয় ১১০টি মরদেহ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rz6Wus

June 16, 2017 at 09:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top