ফুটপাত দখলমুক্ত করতে রাজনৈতিক নেতারাও একমত….

সুুরমা টাইমস ডেস্ক ঃ সিলেট নগরীর ফুটটপাত অবৈধভাবে দখল করে রাখা হকারদের উচ্ছেদে ঐক্যমতে পৌচেছেন সিলেটের রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। এ ব্যাপারে আদালতের দেওয়া নির্দেশনার বাস্তবায়নেও তাগিদ দেন নেতৃবৃন্দ।

মঙ্গলবার বেলা ১২টায় নগরীর জেলা পরিষদ মিলনায়তনে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে সিলেটের রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এই ঐক্যমতে পৌছেন। এসময় সিলেট নগরীকে আধুনিক ও পরিকল্পিত একটি সুন্দর নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তাঁরা।

সিটি মেয়র আরিফুল হক চৌধূরীর সভাপতিত্বে ও প্রধান নির্বাহী এনামুল হাবিবের পরিচালনায় সভায় সম্প্রতি সিলেট জেলা ও দায়রা জজ আদালত ও সিলেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ফুটপাত অবৈধ দখলদার মুক্ত করার নির্দেশনার বিষয়টি গুরুত্ব সহকারে উঠে আসে। এছাড়া বৈঠকে হকারদের পুনর্বাসন, নগরীর মার্কেট, বিপনী বিতান গুলোতে পার্কিয়ের ব্যবস্থা করা, হলিডে মার্কেট স্থাপন সহ একটি আধুনিক বাসযোগ্য নগরী গড়ে তোলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. লুৎফুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধূরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. লালা, সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি খন্দকার শিপার আহমদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, এডভোকেট বেদানন্দ ভট্টচার্য, মহানগর পুলিশের এডিসি (নর্থ) বিভূতি ভূষন ব্যানার্জী, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গৌছুল হোসেন, সিটি কাউন্সিলার ফরহাদ চৌধূরী শামীম ও এবিএম জিল্লুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, ইলেক্টনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশন ইমাজা’র সভাপতি আল আজাদ, ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধূরী ফয়সল, সিলেট জেলা বাসদের সমন্ময়ক আবু জাফর, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, সিটি কাউন্সিলার শান্তনু দত্ত সনতু, দিনার খান হাসু, মো. ইলিয়াছুর রহমান, মো. রাজিক মিয়া, আব্দুল মুহিত জাবেদ, মো. আব্দুর রকিব তুহিন, মহিলা কাউন্সিলার সালেহা কবীর শেপী, বেগম কোহিনুর ইয়াসমিন ঝর্ণা, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, সিলেট জেলা বিএনপি’র সহ সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিলেট প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাব, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্দুর রকিব চৌধূরী, প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমন কুমার দাশ, সাংবাদিক নাসির উদ্দিন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের মো. মুুহিবুল ইসলাম, এসোনিকের সভাপতি জুরেজ আব্দুল্লাহ গুলজার, সিলেট বিভাগীয় গনদাবী পরিষদের কয়েছ আহমদ সাগর ও সমাজকর্মী মো. ফয়ছল আহমেদ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2scxnWA

June 06, 2017 at 07:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top