জলপাইগুড়িতে অন্তঃসত্ত্বার অস্বাভাবিক মৃত্যু

জলপাইগুড়ি, ২২ জুনঃ অস্বাভাবিক মৃত্যু হল অন্তঃসত্ত্বা এক গৃহবধূর। জলপাইগুড়ির পাহাড়পুর গ্রামপঞ্চায়েতের বালাপাড়া এলাকার ঘটনা। মৃত গৃহবধূর নাম প্রতিমা কীর্ত্তনীয়া(২৫)। মৃতার পরিবারের অভিযোগ, প্রতিমার স্বামী জয়ন্ত কীর্ত্তনীয়া বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে বাইক কেনার টাকা আনার জন্য নিয়মিত তাঁর ওপর অত্যাচার চালাতো। জলপাইগুড়ি মহিলা থানায় প্রতিমার স্বামী জয়ন্ত কীর্ত্তনীয়া, শ্বশুর পতিত কার্ত্তনীয়া এবং শাশুড়ি রজ কীর্ত্তনীয়ার বিরুদ্ধে অভিযোগ করেন প্রতিমার বাবা ধীরেন রায়। কিন্তু থানা সূত্রে জানা গিয়েছে, ধীরেনবাবু তাঁর অভিযোগপত্রে উল্লেখ করেছেন, অত্যাচার সহ্য করতে না পেরে প্রতিমা আত্মহত্যা করেছে।

জানা গিয়েছে, আগে থেকে পরিচিতির সুবাদে বছর দেড়েক আগে বিয়ে হয় প্রতিমার সঙ্গে জয়ন্তর। বিয়ের সময় জিনিসপত্র ছাড়াও নগদ ২৫ হাজার টাকা দেওয়া হয়। প্রতিমার পরিবারসূত্রে জানানো হয়েছে, বিয়ের পর থেকেই জয়ন্ত প্রতিমাকে মারধর করে বাপের বাড়ি পাঠিয়ে দিত বাইক কেনার টাকা আনার জন্য।

প্রতিমার কাকিমা জয়া রায় জানান, বুধবার দুপুরে প্রতিমা তাঁর বাড়িতে ফোন করে জানায় তার ওপর মারধর করা হচ্ছে। অনুরোধ করে বাড়ি নিয়ে যেতে। পরে প্রতিমার বাবা তাঁর শ্বশুরবাড়িতে গিয়ে দেখেন সেখানে কেউ নেই। সকলে জলপাইগুড়ি জেলা হাসপাতালে গিয়েছে। হাসপাতালে পৌঁছে দেখেন প্রতিমা মারা গিয়েছেন।

মহিলা থানার ওসি আলম দাস জানান, অস্বাভাবিক খুনের একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে চলছে তল্লাশি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rGjhtb

June 22, 2017 at 09:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top