নয়াদিল্লী, ২৭ জুন- চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকলেও একটি ম্যাচও খেলা হয়নি তার। ওপেনিংয়ে শিখর ধাওয়ানের সঙ্গে রোহিত শর্মা ছিলেন। তৃতীয় ওপেনার হিসেবে তাই মাঠের বাইরে বসেই সময় পার করতে হয়েছে আজিঙ্কা রাহানেকে। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে রোহিত শর্মা নেই। যে কারণে ধাওয়ানের সঙ্গি হিসেবে ভারতের উদ্বোধনী জুটিতে ফিরেছেন রাহানে। আর ফিরেই রোববার ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে করেন দারুণ এক সেঞ্চুরি। রাহানের ১০৩ রানের ইনিংসে ভর করে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১০৫ রানের বড় জয় পায় ভারত। ক্যারিবীয়দের বিপক্ষে যা তৃতীয় বৃহত্তম জয় বিরাট কোহলির দলের। এই জয়ের পর রাহানেকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত অধিনায়ক বিরাট কোহলি। যাকে ২০১৯ বিশ্বকাপের প্রধান অস্ত্র বলেই ঘোষণা দিচ্ছেন ভারত অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে প্রথম ওয়ানডে ভেসে গিয়েছিল বৃষ্টিতে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিপক্ষে হারের পার এটিই প্রথম দ্বি-পাক্ষিক সিরিজ ভারতের। প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে গেলেও সফরকারী ভারত দ্বিতীয় ওয়ানডেটা জিতে দাপটেই। রাহানে ১০৪ বলে ১০ চার ও ২ ছয়ে করেন ১০৩ রান। ২৯ বছর বয়সী ডানহাঁতি ওপেনারের ওয়ানডেতে যা তৃতীয় সেঞ্চুরি। রাহানের রোবাবরের ইনিংসে মুগ্ধ অধিনায়ক বিরাট বলছেন, রাহানে আমাদের দলের সেই ধরনের ব্যাটসম্যান, যে ইনিংস ওপেন করার পাশাপাশি প্রয়োজনে মাঝের সারিতেও ব্যাট করতে পারে। ২০১৯ বিশ্বকাপের আগে ওর এই পারফরম্যান্স আমার কাজ অনেক সহজ করে দিয়েছে। রাহানে যদি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তবে আমাদের সামনে দলে অতিরিক্ত আরও একজন বোলারকে খেলানোর সম্ভাবনা উজ্জ্বল হয়ে যাবে। ওর মতো ব্যাটসম্যান খুঁজে পাওয়া কঠিন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ না পেলেও রাহানে যে ভারতীয় দলের গুরুত্বপূর্ন সদস্য সেটিও মনে করিয়ে দেন কোহলি, ও তো আমাদের ওয়ানডে দলেরই নিয়মিত অঙ্গ ছিল। ওপরের দিক ওর মতো দক্ষ ব্যাটসম্যান খুব কম রয়েছে। বরং আমার মনে হয়েছে ওপেনের সঙ্গে ওর মাঝের সারিতে সমান দক্ষতায় খেলার কারণে দলের ভারসাম্য অনেক বেড়ে গিয়েছে। রাহানে আমাদের দলের তৃতীয় ওপেনার। কোহলি রাহানের পারফরম্যান্সের সঙ্গে মুগ্ধ স্পিনার কুলদীপ যাদবেও। ক্যারিবীয়দের বিপক্ষে রোববার ৩ উইকেট নেন এই চায়নাম্যান বোলার।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tQZ451
June 27, 2017 at 08:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top