গত মাসের ফিফা র্যাকিংয়ে দীর্ঘ সাত বছর পর শীর্ষে ফেরে ব্রাজিল। বিশ্বকাপ বাছাই ও কনফেডারেশন কাপের ব্যস্ত সূচি সামনে রেখে জুন মাসের এডিশনে নাম্বার ওয়ান পজিশনটা ধরে রেখেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে, এক ধাপ উন্নতিতে ১৯২ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। রেটিং পয়েন্ট ৬২। মাত্র ১০টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ বিবেচনায় নিয়ে সবশেষ র্যাকিং প্রকাশিত হয়েছে। সবচেয়ে বেশি উন্নতি নিউজিল্যান্ডের (+১৭, ৯৫তম)। যারা আগামী ১৭ জুন কনফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হবে। শীর্ষ দশের অবস্থান প্রায় অপরিবর্তিত। যথারীতি ব্রাজিলের পর সেরা তিনে আর্জেন্টিনা ও বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। তিন দলের রেটিং পয়েন্ট যথাক্রমে ১৭১৫, ১৬২৬, ১৫১১। ফুটবলের র্যাকিংয়ে ইতিহাসে প্রথমবারের মতো শীর্ষে দশে জায়গা করে নিয়েছে রবার্ট লেভানডফস্কির পোল্যান্ড। ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ই গ্রুপের শীর্ষে থাকা পোল্যান্ড সমান ১১৯৮ রেটিং পয়েন্ট নিয়ে স্পেনের সঙ্গে দশম স্থানটি ভাগাভাগি করেছে। চার নম্বরে থাকা চিলির সংগ্রহ ১৪২২। পাঁচে কলম্বিয়া (১৩৬৬)। ছয়ে ফ্রান্স ও সাতে বেলজিয়াম। আট নম্বরে ক্রিস্টিয়ানো রোনালদোর ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। পর্তুগিজদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সুইজারল্যান্ড। এ চারটি টিমের রেটিং পয়েন্ট যথাক্রমে ১৩২২, ১২৯২, ১২৬৭, ১২৬৩। এছাড়া, উল্লেখ্যযোগ্য দেশগুলোর মধ্যে ইতালি (১২), ওয়েলস (১৩), ইংল্যান্ড (+১, ওয়েলসের সঙ্গে যৌথভাবে ১৩তম), উরুগুয়ে (-১, ১৬) মেক্সিকো (-১, ১৭), ক্রোয়েশিয়া (১৮), কোস্টারিকা (+১, ১৯), যুক্তরাষ্ট্র (২৩), নেদারল্যান্ডস (+১, ৩১), সুইডেন (৩৪) ও ২০১৮ বিশ্বকাপের আয়োজক রাশিয়ার দুই ধাপ অবনমনে ৬৩-তে নেমে গেছে। আগামী ৬ জুলাই পরবর্তী ফিফা র্যাকিং প্রকাশ করা হবে। আর/১৭:১৪/০১ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qFCKJG
June 02, 2017 at 06:05AM
02 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top