কলকাতা, ১৪ জুন- সব ঠিকঠাক থাকলে তৃণমূলে যোগ দিতে চলেছেন কংগ্রেস বিধায়ক শঙ্কর সিংহ। তাঁর সঙ্গে যোগ দেওয়ার কথা আরেক কংগ্রেস বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের। সম্ভবত আগামী ২১ জুন দলবদল করতে পারেন নদিয়ার এই দুই বিধায়ক। ফলে দিনসাতেকের মধ্যে ফের ভাঙছে রাজ্য কংগ্রেস। দীর্ঘ আলোচনার পরে এবার দলবদলের সিদ্ধান্ত প্রায় পাকা করে ফেলেছেন দলের দুই বিধায়ক। শঙ্কর রানাঘাট (উত্তর-পশ্চিম) কেন্দ্রের বিধায়ক আর শান্তিপুরের বিধায়ক অরিন্দম। শুধু বিধায়কই নন, নদিয়া জেলার একাংশে বামবিরোধী শিবিরের গুরুত্বপূর্ণ সংগঠক হিসাবে পরিচিত শঙ্কর। দীর্ঘদিন জেলা কংগ্রেসের সভাপতিও ছিলেন। মাঝে হেরে গেলেও আগে বিধায়কও হয়েছিলেন শঙ্কর। সেদিক থেকে তিনি দল ছাড়লে জেলায় আরও দুর্বল হয়ে পড়বে কংগ্রেস। অরিন্দম অবশ্য রাজ্য রাজনীতিতে খুব পরিচিত নন। যুব কংগ্রেসের সভাপতি হিসাবে কিছুদিন কাজ করার পর ২০১৬ সালে শান্তিপুরে প্রথমবার প্রার্থী হয়েই বিধায়ক নির্বাচিত হয়েছেন। নদিয়ায় ১৭ টি বিধানসভা আসনের মধ্যে ২০১৬ সালের ভোটে ১৩টি পেয়েছিল তৃণমূল। রাজ্যব্যাপী তাদের বিপুল জয়েও নদিয়ায় বিরোধীরা দখলে রেখেছিল চারটি আসন। শঙ্করের রানাঘাট (উত্তর-পশ্চিম)-সহ কংগ্রেসের ছিল তিনটি। রানাঘাট (দক্ষিণ) আসনটি জিতেছিল সিপিএম। কালীগঞ্জের বিধায়ক শেখ হাসানুজ্জামান আগেই তৃণমূলে যোগ দিয়েছেন। এবার শঙ্কর ও অরিন্দম দলবদল করলে বিধায়কের হিসাবে নদিয়ায় কংগ্রেসের ঘর শূন্য হয়ে যাবে। বিরোধী হিসাবে একমাত্র থাকবেন রানাঘাট দক্ষিণের সিপিএমের বিধায়ক রমা বিশ্বাস। জেলায় শাসকদলের ভারপ্রাপ্ত হিসাবে গোটা বিষয়টির তত্ত্বাবধানে রয়েছেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, দলে যোগ দিলে শঙ্করকে জেলায় সংগঠনের দায়িত্ব দেওয়া নিয়ে কথা হয়েছে। তবে এ ব্যাপারে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। কারণ, অল্প কিছুদিন আগেই নদিয়ায় দলের জেলা সভাপতি বদল করেছে তৃণমূল। গৌরীশঙ্কর দত্তের জায়গায় সভাপতি হয়েছেন উজ্জ্বল বিশ্বাস।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2syUeLX
June 14, 2017 at 03:30PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন