নিজস্ব প্রতিবেদক ● দাউদকান্দির আমির হোসেন রাজন হত্যা মামলার ৪ আসামীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার আশুলিয়া থানর নরসিংহপুর এলাকা হইতে মোস্তাক (৩২), মোহাম্মদ আলী(২৪), স্বপনমিয়া(৪৫) ও আবু তাহের(২৩) আটক করে আদালতে প্রেরণ করেছে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা।
গোয়েন্দা পুলিশ সুত্র জানায়, গত মে মাসের ৫ তারিখ আমির হোসেন রাজন (৩২) দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পালন উপলক্ষ্যে মিলাত মাহফিলের অনুষ্ঠানে যোগদানের জন্য তাহার গোরীপুর বাজার এলাকার ভাড়া বাসা হইতে রওয়ানা করিয়া পশ্চিম মাইজপাড়া বলদাখাল রোড হক সাহেবের মসজিদ এলাকায় পৌছালে পূর্ব শত্রুতার জের হিসাবে রাজনকে হত্যা করে। যাহার প্রেক্ষিতে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের হয়।
মামলাটির আসামীদের আটকে প্রয়োজনে জেলা গোয়েন্দা বিভাগে প্রেরণ করা হইলে, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সদের নিয়া মোবাইল ফোনের কললিস্টের সূত্র মতে ঢাকার আশুলিয়া থানা পুলিশে’র সহায়তায় আশুলিয়া থানার নরসিংহপুর হইতে এজাহার নামীয় আসামী (১) মোঃ মোস্তফা কামাল @ মোস্তাক (৩২), পিতা-খোরশেদ আলম, (২) মোহাম্মদ আলী (২৪), পিতা- খোরশেদ আলম, (৩) স্বপন মিয়া (৪৫), পিতা- খোরশেদ আলম, (৪) আবু তাহের (২৩), পিতা- ইদু মিয়া, সর্ব সাং-কাজিরকোনা, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, আসামীদের গ্রেফতার করেন এবং গ্রেফতারকৃত আসামী (১) মোঃ মোস্তফা কামাল @ মোস্তাক, (৩) স্বপন মিয়া, (৩) আবু তাহের, তাহারা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, আমলী আদালত নং-০৩, দাউদকান্দি আদালতের কাজী আরাফাত উদ্দিনের নিকট ১৬৪ ধারার স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।
The post কুমিল্লার রাজন হত্যা মামলার ৪ আসামী আটক appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2sAv2T2
June 21, 2017 at 07:52PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন