বিবাহ বহির্ভূত সম্পর্ক, স্ত্রীর হাতে খুন স্বামী

জলপাইগুড়ি, ৩০ জুনঃ বারাসতের ছায়া এবার জলপাইগুড়িতে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে জলপাইগুড়ি শহরের শিয়ালপাড়ার বাসিন্দা উত্তম মহন্ত নামে এক ব্যক্তিকে খুন করার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রী লিপিকা মহন্ত ও তাঁর প্রেমিক অনির্বাণ রায়ের বিরুদ্ধে। উত্তমবাবু এলআইসি-র ডিও পদে কর্মরত ছিলেন। তাঁর পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ লিপিকাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তবে, অপর অভিযুক্ত অনির্বাণ পলাতক।

বারাসত পুরসভার কর্মী মনুয়া মজুমদার এবং তাঁর প্রেমিক অজিত রায়ের বিরুদ্ধে মনুয়া স্বামী অনুপম সিনহাকে খুনের অভিযোগ ওঠে। মনুয়া ও অজিত দুজনেই এখন জেলবন্দি। সেই ঘটনার প্রতিচ্ছবিই যেন জলপাইগুড়িতে দেখা গিয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান লিপিকা ও অনির্বাণ মিলে উত্তমবাবুকে বিষ খাইয়ে খুন করেছে। শুক্রবার রাতে শিয়ালপাডার বাড়ি থেকেই উত্তমবাবুর দেহ উদ্ধার করে পুলিশ। দিনহাটার বাসিন্দা উত্তমবাবু কর্মসূত্রে জলপাইগুড়ি শহরে থাকতেন। তাঁর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। জলপাইগুড়ির কোতোয়ালি থানায় সকালে লিপিকা ও অনির্বাণের নামে অভিযোগ দায়ের করেন উত্তমবাবুর বাড়ির লোকজন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ts5FWi

June 30, 2017 at 05:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top