ঢাকা::
অন্যরা যখন পরিবার-পরিজন নিয়ে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনে ব্যস্ত, তখন রাস্তায় দাঁড়িয়ে জনগণের সেবা দিয়ে যাচ্ছেন ট্রাফিক পুলিশ। আবার জনগণের যাতায়াতে ব্যবস্থা ও সুবিধা করে দিতে রাস্তায় রয়েছেন বাস, সিএনজি ও রিকশাচালক ও শ্রমিকরাও।
এ রকম অনেক পরিবহন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, এই পরিস্থিতির জন্য নিজেদের ভাগ্যকে দায়ী করেন তাঁরা। বলেন, টাকা থাকলে কি আর ঈদের দিন কেউ রাস্তায় গাড়ি নিয়ে বের হয়। এর পাশাপাশি ঈদে বাড়তি আয়ের জন্য অনেকেই আবার রাস্তায় নেমে পড়েন।
এক বাস শ্রমিক জানান, সংসার চালানোর জন্য চাই টাকা। ঘরে বসে থাকলে তো আর পেট চলবে না। ঘরে বউ, ছেলেমেয়ে রয়েছে। আমি কষ্ট করেও যদি তাদের খুশি দেখতে পারি সেটাই অনেক।
এক রিকশা শ্রমিকের কাছে ঈদের রাস্তা থাকা মানে বাড়তি কিছু উপার্জন করা। তার কথায় এ দিন সবাই কম-বেশি বোনাস দিয়ে থাকেন। তাই আয়ও একটু বেশি। ঈদের আমেজ গেলেই বাড়ি ফিরবেন বলে তিনি জানান।
এই তো গেলে শ্রমিকদের কথা। ঈদের দিন রাস্তায় থাকা পড়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্যদের। এদের মধ্যে রাস্তায় রোদ কিংবা বৃষ্টি যাই হোক-না কেন পরিবার-পরিজন ভুলে জনগণের সেবা দিয়ে যাচ্ছেন ট্রাফিক পুলিশ।
from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2s8crkn
June 26, 2017 at 04:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.