চান্দিনায় ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক ● চান্দিনায় যাত্রীবাহী বাস থেকে ১৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ (৪০) ও মারুফ (২৮) নামে দুই মাদক পাচারকারীকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।

বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কাঠেরপুল এলাকায় যাত্রীবাহী ইউনিক পরিবহনের একটি বাসে তল্লাসী চালিয়ে ১৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় ইয়াবা বহেন জড়িত থাকার দায়ে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।

আটক মাদক পাচারকারী মাসুদ ফরিদপুর জেলার সদর উপজেলার পূর্ব খাবাসপুর গ্রামের মৃত আমিন দেওয়ানের ছেলে এবং মারুফ একই উপজেলার চরকমলা গ্রামের নূর মোহাম্মদ খানের ছেলে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) নাছির উদ্দিন মৃধার নেতৃত্বে উপ-পরিদর্শক (এস.আই) ইমদাদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

ওসি নাছির উদ্দিন মৃধা বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক পাচারকারী নতুন কৌশল অবলম্বন করে সিটের নিচে চুম্বকের মাধ্যমে প্যাকেটগুলো আটকিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন। গোপন সংবাদের ভিত্তিত্বে আমরা অভিযান পরিচালনা করে সফল হই।

এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

The post চান্দিনায় ১৩ হাজার ইয়াবাসহ আটক ২ appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2sqF2j9

June 21, 2017 at 11:04PM
21 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top