মহাকাল মন্দিরে পূজো দিলেন মুখ্যমন্ত্রী

দার্জিলিং, ৬ জুনঃ সোমবার মিরিক হয়ে দার্জিলিংয়ে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দার্জিলিংয়ের রাজভবনে রাজ্য মন্ত্রীসভার বৈঠক করবেন তিনি। তবে মাঝে দু’দিনের কার্যকলাপ নিয়ে জল্পনায় রয়েছে সকলের মধ্যে।

দার্জিলিংয়ে পৌঁছে মঙ্গলবার বিকেলের দিকে পূর্তমন্ত্রী অরূপ বিশ্বসকে সঙ্গে নিয়ে মহাকাল মন্দিরে পূজো দিতে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘দার্জিলিংয়ে এলেই মহাকাল মন্দিরে পূজো দিতে আসি। আমার খুব ভালো লাগে।’ তবে সেখানে রাস্তায় মাঝেমধ্যেই পর্যটকদের সঙ্গে কুশল বিনিময় চলেছে তাঁর। তিনি সেখানে পর্যটকদের সুবিধা-অসুবিধার কথাও শোনেন।

এদিন মহাকাল মন্দিরে পূজো দেওয়ার আগে মুখ্যমন্ত্রী পূর্ত দপ্তরের বাংলো ঘুরে দেখেন। প্রশংসা করেন কাজের।

এদিন সকালে হাঁটতে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় মোর্চার সদর কার্যালয় সিংমারিতে মিছিলের জন্য প্রস্তুত জনাকয়েক যুবকদের দেখে তিনি তাদের উদ্দেশ্যে বলেন, ‘মিছিল করবে বলে জমায়েত হয়েছ? ভালো কাজের জন্য মিছিল করো।’ তবে মুখ্যমন্ত্রীর কথায় চুপচাপ দাঁড়িয়ে রইল তারা।

তবে চুপ নেই মোর্চার নেতারা। বাংলা ভাষাকে পাহাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, এমন অভিযোগ তুলে আগের ঘোষণা মতো এদিনও রাস্তায় নামেন বিমল গুরুং। গোর্খা রঙ্গমঞ্চ থেকে চকবাজার পর্যন্ত মিছিল করেন। স্লোগান ওঠে, ‘গো ব্যাক মুখ্যমন্ত্রী। উই ওয়ান্ট গোর্খাল্যান্ড।’

সোমবার মিরিকে জিটিএ-র অডিটের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন তার প্রত্যুত্তর দিতে গুরুং প্রশ্ন তোলেন, ‘সারদা-নারদের কেন তদন্ত হচ্ছে না?’ পাশাপাশি, দার্জিলিং সহ পাহাড়ের একাধিক জায়গায় মুখ্যমন্ত্রীর কুশপুতুল পুড়েছে। মোর্চা সমর্থকদের হাতে এদিনও ছিল কালো পতাকা। গুরুংয়ের কথায়, ‘এটা কিছু নয়। বুধবার আগামী কর্মসূচি ঘোষণা করব।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rxPg0L

June 06, 2017 at 11:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top