বলিউড অভিনেত্রী মীনাক্ষী শেষাদ্রি। ১৯৯৩ সালে যিনি দামিনী ছবিতে অভিনয় করে কাঁপিয়ে দিয়েছিল সিনে জগতকে। ১৯৯৫-এ বিয়ে করেন হরিশ মেসোরকে। ১৯৯৬-এ ঘাতক ছবিতে সানি দেওলের বিপরীতে অভিনয় করেছিলেন মীনাক্ষী। ঘাতকই ছিল তার শেষ ছবি। এরপরেই অভিনয় থেকে সরে গিয়েছিলেন মীনাক্ষী। বলিউডে কামব্যাকের অফারও নাকি ফিরিয়ে দিয়েছেন একাধিক বার। তাহলে এখন তিনি কোথায়? নাচে বরাবরই পারদর্শী ছিলেন মীনাক্ষী। হিরো ছবিতে তার তু মেরা হিরো হ্যায় নাচটি সে সময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল শুধুমাত্র তার নাচের জন্যই। দামিনী ছবিতে তার নাচ আজও সিনেপ্রেমীদের মাঝে জনপ্রিয়। বিয়ের পর থেকে টেক্সাসের প্লানো শহরেই তিন ছেলে-মেয়ে আর স্বামীর সঙ্গে থাকেন মীনাক্ষী। সেখানে রয়েছে তার নাচের স্কুলও। ভারতনাট্যম, কত্থক, ওড়িশি নাচের শিক্ষিকা হিসেবে সেখানে যথেষ্ট জনপ্রিয় তিনি।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sknwyJ
June 29, 2017 at 11:31PM
29 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top