কলকাতা, ২৬ জুন- রথের রশিতেও রাজনীতির স্পর্শ। রাজ্যের রথযাত্রায় শাসক দলকে চ্যালেঞ্জ বিজেপির। শেষ পর্যন্ত কারা জিতল। রাজনীতির ছোঁয়া লাগল রথের রশিতে! শাসক শিবিরের একাধিপত্যে ভাগ বসানোর আপ্রাণ চেষ্টা করেছিল বিজেপি। কিন্তু সেই উদ্দেশ্য আদৌও পূরণ হল কি না, তা নিয়ে অবশ্য সন্দিহান গৈরিক শিবিরের বড় অংশ। রবিবার সকাল থেকেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রথের রশি ধরতে নেমে পড়েন বঙ্গ রাজনীতিকেরা। প্রতিযোগিতায় তৃণমূলের নেতারা সকলকে পিছনে ফেলে দেন। নামী রথের রশি ছিল শাসকদলের নেতৃত্বের হাতেই। সেখানে কার্যত ভাগই বসাতে পারেননি বিজেপির নেতৃত্ব। প্রতি বছর কলকাতায় ইসকনের রথযাত্রায় হাজির থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেখানে ছিলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, মেয়র শোভন চট্টোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সি। হাজির ছিলেন মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যও। উত্তর কলকাতায় দেশবন্ধু পার্কে রথযাত্রায় সামিল হয়েছিলেন ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডে। মাহেশের রথে ছিলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরা। পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রথযাত্রায়। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বারুইপুরের রথের শোভাযাত্রায় সামিল হন। গিরিশ পার্কের রাম মন্দিরের কাছে রথের শোভাযাত্রায় অংশ নেন বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তিনি সেখানে রীতিমতো খোল বাজিয়েছেন। সেখানে করতাল হাতে দেখা যায় সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়কে। সকালে কোচবিহারের মদনমোহন মন্দিরে রথযাত্রায় অংশ নেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। রুবির একটি আবাসনের রথযাত্রায় সামিল হন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ। তবে জনপ্রিয় রথযাত্রাগুলিতে দেখা যায়নি বিজেপি নেতানেত্রীদের। আর/০৭:১৪/২৬ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2u5u94l
June 26, 2017 at 02:42PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন